Posts

Showing posts with the label সুপ্রিমকোর্ট

স্বেচ্ছা মৃত্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের..

Image
শুক্রবার দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করলো। মৃত্যুশয্যায় যদি ককোনো ব্যক্তি নিদারুন কষ্ট, যন্ত্রনা ভোগ করেন, তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারবেন।সুইজারল্যান্ড ও আরও অনেক দেশে এই অধিকার থাকলেও আমাদের ভারতে এই স্বেচ্ছামৃত্যুর অধিকার ছিলো আত্মহত্যার সমান দণ্ডনীয় অপরাধ। কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে গোটা পরিস্থিতি পাল্টে গেল। কমন কজ নামে একটি সংস্থা বলেছে, বেঁচে থাকাটা যেমন মানুষের ব্যক্তিগত অধিকার, তেমনি মৃত্যুশয্যায় রোগে যন্ত্রনা ভোগ করার বদলে সম্মানের সঙ্গে মৃত্যুবরণটাও তাদের অধিকারের মধ্যে পরা উচিত।তবে এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একগুচ্ছ কড়া শর্তও জারী করেছে। শীর্ষ আদালত জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি চিকিৎসাসুস্থ হতে পারবেন না এবং তিনি কোনো আর্টিফিসিয়াল সাপোর্ট সিস্টেমের সাহায্যে বেঁচে থাকতে চাইবেন না, যখন তাঁকে সজ্ঞানে "লিভিং উইল" করে স্বেচ্ছামৃত্যু চেয়ে রাখতে হবে। তারপর তাঁর অচেতন অবস্থায় উপস্থিত হলে বা সেই অবস্থা থেকে ওঠার সম্ভবনা না থাকলে, রোগীর নিকট আত্মীয় বা ঘনিষ্ট বন্ধু এই ইচ্চাপত্রের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করতে পারবেন। তারপর আদালত চূড়ান্ত সিদ্ধা

বিজেপি সরকার আনলো এমন এক আইন যেজন্য মৌলবাদীরা রেগে লাল !

Image
কেন্দ্র সরকার তাদের লক্ষ্য পূরণের জন্য চাইছে যে তাদের কাছে যে সমস্ত বিতর্কিত এবং অনেকদিন ধরে আটকে থাকা বিল রয়েছে তা পাস করবার।তাই জন্য আজ মোদী সরকারের ক্যাবিনেটএর বৈঠক হয়।এই ক্যাবিনেট বৈঠকে তিন তালাকের বিধায়ক তৈরী নতুন বিলের মঞ্জুরি পান।এই বিল পরের সপ্তাহ থেকে চালু করা হবে শোনা যাচ্ছে।              আরো পড়ুন ~  মুকলের জন্য রেগে মমতা !বেরিয়ে এলো কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি তৃণমূলের বিরুদ্ধে!! খবর অনুযায়ী ৩ তালাক দেওয়া ব্যাক্তির ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে।এই বিল সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতি একটা মন্ত্রণালয় দলের দ্বারা তৈরী করা হয়েছে। আর এর প্রথম পর্বে মোদী সরকার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন তিন তালাক বিরোধী বিল পাস করার জন্য মন্ত্রিসভার রাখে। মুসলিম মহিলা বিবাহ অধিকার রক্ষা' শীর্ষক বিলটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় ক্যাবিনেট। এই বিলটি তিল তালাক বিরোধী বিল হিসেবে পরিচিত।     নয়া আইনে তিন তালাকের ক্ষেত্রে খোরপোষ দাবি করতে পারবেন মুসলিম মহিলারা। চলতি শীতকালীন অধিবেশনেই বিলটি সংসদে পাশ হয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার। সংসদে পাশ হয়ে গেলেই তিল তালাক আইনের চোখে শাস্তিযোগ্য