Posts

Showing posts with the label স্বামীজি

লেনিনের সাথে নেতাজি ও স্বামীজির তুলনা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার  লেনিন-মূর্তি  প্রতিবাদে  মুখ খুললেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া  বাঁকুড়ার পাত্রসায়রে এলাকায় এক জনসভা আজ করতে যান, সেখানে তিনি বক্তব্য রাখেন ।এবং সেই    বক্তব্য এর মাঝে তিনি বলে  বলেন  সরকারে এলে, হামলা করা কাজ নয়।  কারও মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয়, লেনিন, নেতাজি, স্বামীজির মূর্তি ভাঙা মেনে নেব না। গণতন্ত্র মানে জবরদখল করা নয়। এত ঔদ্ধত্য ভাল নয়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। এর মন্তবের পর থেকেই বিতর্ক শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী কি করে  লেনিন এর সাথে  নেতাজি ও  স্বামীজির তুলনা করলেন । বিজেপি তরফ থেকে এই নিয়ে প্রতিবাদ শুরু হয় মমতা    বন্দ্যোপাধ্যায় এর ক্ষমা চাওয়া উচিত এই মন্তবের জন্য ।  এখনও পর্যন্ত  মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু জানানো হয়নি ।    Today Bengali News ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ ।**************** 24 Ghanta Live News

স্বামী বিবেকানন্দের জন্মদিনে নাম না নিয়ে জিগনেস ও খলিদকে করা জবাব দিলেন নরেন্দ্র মোদী, দেখুন ভিডিওটি...

Image
মহারাষ্ট্রে দলিত-মরাঠা সংঘর্ষের প্রসঙ্গ না তুলেই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিনে মোদী বলেন, ''সমাজকে ভাঙার চেষ্টা করছে কিছু লোক। তবে তাদের কড়া জবাব দিচ্ছেন দেশের যুবকরা।জাতীয় যুব দিবসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পাশ্চাত্যে ভারতকে নিয়ে নানা অপ্রচার ছিল স্বামী বিবেকানন্দ সেই ভুল ভেঙে দিয়েছেন। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি আরো বলেন দেশ আমাদের যুব শক্তিতে পরিপূর্ণ কিন্তু তা সত্তেও এখনও দেশে জাতিভেদ করতে চাই কিছু যুবক,তারা চায় তাদের জাতি ও ধর্মের কথা,কিন্তু সারা ভারত চায় সবার কথা সব ধর্মের কথা সব জাতির কথা,তিনি বলেন আমাদের ২০২২ সালে নতুন ভারত গঠনের লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলেই মোদীর আবেদন, শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ডিজিটাল সাক্ষরতার মতো ক্ষেত্রে কাজ করতে হবে। দেখুন ভিডিওটি,