Posts

Showing posts with the label মোদী যোজনা

কার্গিল যুদ্ধের সেনাপ্রধানকে এমন ভাবে অপমান করলেন কংগ্রেস নেতা দেখলে রেগে লাল হয়ে যাবেন !

Image
আজ ভারতীয় সেনা বাহিনীর এক প্রতিনিধি যিনি কার্গিল যুদ্ধ লড়েছিলেন দেশের জন্য আজ তিনি বক্তব্য রাখাকালীন  কিছু প্রশ্ন কংগ্রেস আমলের জিগাসা করেন, তিনি বলেন কংগ্রেসের  আমলে কেন সার্জিকাল স্ট্রাইক করা হয়নি সব সুজক থাকার পরও ? গত ৩ বছরে যত অতঙ্গবাদী মরেছে তা এতদিন কংগ্রেসের আমলে হয়নি কেন ? এমন কিছু প্রশ্ন করার পর রেগে  গুরুতর ভাবে অপমান করলেন কংগ্রেসের এক প্রতিনিধি রাজীব তিয়াগী , তিনি গুরুতর ভাবে অপমান করলেন এবং বলেন ইনি কে প্রশ্ন তুললেন খুব লজ্জা জনিত ভাবে, দেখুন সেই ভিডিওটি                                      

নারী সুরক্ষা নিয়ে মোদী সরকারের এক বড় কদম, জেনে নিন কি সেটি...

Image
মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার কথা ভাবনা-চিন্তা করছে নরেন্দ্র মোদী সরকার। নারী সুরক্ষা জোরদার করতে দেশের বিভিন্ন শহরে পুলিশি নজরদারি বাড়ানো ছাড়াও শীঘ্রই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, নারী সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। বৈঠকে ছিলেন পুরসভাগুলির কমিশনার, পুলিশ কমিশনার, রাজ্য সরকারগুলির উচ্চপদস্থ আধিকারিক। সেই বৈঠকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ দিনের বৈঠকে নারী নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা, থানায় মহিলাদের নিয়োগ, সাইবার অপরাধ রোধ করা, পরিকাঠামো উন্নয়ন, অপরাধপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কলকাতা ছাড়া এই তালিকাভুক্ত শহরগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, অমদাবাদ, লখনউ ও হায়দরাবাদ।বৈঠকে পুলিশি নজরদারি ও বেসরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবের নেতৃত্বে গঠিত কমিটির ...

মহাকাশে ভারত সরকারের নতুন পদক্ষেপ যা আপনার যানা উচিত।

Image
মহাকাশে ভারত সরকারের এই পদক্ষেপ পরবর্তী কালে দক্ষিণ এশীয় সহযোগিতার একটি দৃঢ় অনুপ্রেরণা লাভ করার দিন হিসেবে ইতিহাসে খোদাই করা - ওই দিন দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা ভারত প্রতিশ্রুতি পূরণের দুই বছর আগে করেছে। photo by google.com দক্ষিণ এশিয়া উপগ্রহের সাথে, দক্ষিণ এশীয় দেশগুলিও স্পেসে তাদের সহযোগিতায় প্রসারিত করেছে! ইতিহাস সৃষ্টির সাক্ষীতে, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকার নেতারা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ায় স্যাটেলাইটটি অর্জন করতে পারে এমন সম্ভাব্য চিত্র তুলে ধরেন।    আরও পড়ুন-   চীনের সেনারা হাত জোড় করে যা করলেন দেখলে অবাক হবেন । তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় উন্নততর শাসন, কার্যকর যোগাযোগ, উন্নততর ব্যাঙ্কিং এবং শিক্ষা নিশ্চিত করবে, যথাযথ আবহাওয়ার পূর্বাভাস এবং টেল-মেডিসিনের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এটিকে ভাল চিকিত্সা নিশ্চিত করবে।শ্রী মোদী উল্লেখ করেছেন, "যখন আমরা হা মেলাবো এবং পারস্পরিক জ্ঞান, প্রযুক্তি এবং প্...

গরীবের বন্ধু মোদিজির এক নতুন যোজনা যা শুনলে আপনি গর্বিত বোধ করবেন

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BPLকার্ডহোল্ডারদের জন্য পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের একটি গ্রুপ পরিকল্পনা চালু করতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী সুব্যবস্থা যোজনাের অংশ। প্রধান উদ্দেশ্য দেশের দূরবর্তী অঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোর নিশ্চিত করতে শেষ-মাইল যোগাযোগ প্রদান করা। photo by google.com এটি 8 ই নভেম্বর, 2013 তারিখে demonetisation এর পরে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য একটি প্রধান ধাক্কা হিসাবে দেখা হচ্ছে, এবং জুলাই 1 থেকে জিএসটি রোলআউট। সুবিধাভিত্তিক স্কিমের কয়েকটি প্রধান হাইলাইটগুলি হল: * বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার জন্য বিপিএল কার্ডহোল্ডারদের * দারিদ্র্য সীমার উপরে যারা বিদ্যুতের জন্য EMI দিতে পারে * সমস্ত পরিবারকে বিদ্যুৎ সরবরাহের জন্য 29 শে মার্চ, 2019 তারিখে সরকার নির্ধারিত সময়সীমা নির্ধারণ করেছে * 18 হাজার গ্রাম - 3 কোটি গ্রামীণ পরিবার - বিদ্যুৎ ছাড়াই এই প্রকল্পগুলি থেকে উপকৃত হয় * বিদ্যুৎ প্রকল্পে 16320 কোটি টাকা ব্যয় হবে, যার একটি অংশ রাজ্য সরকার দ্বারা বহন করবে * মধ্য ও নিম্ন আয়ের গ্রুপগুলির জন্য স্বাস্থ্য এবং শিক্ষা বিশেষ নজর, এছাড়াও মেনুতে গ...