Posts

Showing posts with the label যোগী

বাজপেয়ীর জন্মদিনে যোগীর এক ঐতিহাসিক সিধান্ত জানুন..

Image
যোগীর সিধান্ত সবসমই খুব আকর্সন হয় যার ফলে তিটি আবারও এক ঐতিহাসিক সিধান্ত নিলেন যা ভারতবর্ষের ইতিহাসে এটাই বোধহয় প্রথম, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে মুক্তধারায় ফিরতে চলেছে ৯৩ কারাবন্দি। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ৯৩-তম জন্মদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দি ৯৩ জন কারা আবাসিককে জীবনের পথে মুক্ত করতে চলেছে সে রাজ্যের সরকার।  যোগী সরকারের তরফে জানানো হয়েছে, যে কারা আবাসিকদের সাজা সম্পূর্ণ হয়েছে অথচ অর্থের অভাবে আদালতের নির্দেশিত 'জরিমানা' দিতে তারা ব্যর্থ, তাদের চিহ্নিত করেই স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে দেওয়া হবে।  তার এই কদম সাধারণ মানুস সমর্থন করছে,এমন ভাবে আগে কোনো মুখ্যমন্ত্রী আগে ভাবিনি কিন্তু যোগী কিছু নতুন করতে জানে তা তিনি এবারও প্রমান করে দিলেন,সেক্ষেত্রে সরকার দেখে নেবে, একটি সাজা শেষ করার পর দোষী সাব্যস্ত কারাবন্দি অন্য কোনও মামলায় দণ্ডিত হয়েছেন কি না।  সূত্রের খবর, উত্তরপ্রদেশের প্রশাসন ইতিমধ্যেই ১৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা থেকেই ৯৩ জন বন্দিকে কারামুক্ত করা হবে। উল্লেখ্য, প্রশাসনের তরফে বেশ কয়েকটি সমাজসেবী সংগঠনের সঙ্গেও কথা বলা হয়...

নয়ডা যাচ্ছেন যোগী , তাহলে কি বাকিদের মত যোগিজির ও হবে পদত্যাগ ? পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !!

Image
নয়ডা নিয়ে একটা কুসংস্কার প্রচলিত আছে। সেখানে গেলে নাকি আর ক্ষমতায় ফেরা যায় না। লখনৌয়ের অন্দর মহলেও এমন ধারণা প্রচলিত। তাই সেখানে পা রাখার সাহস হয়নি মায়াবতী ও অখিলেশের। কিন্তু যোগী আদিত্যনাথ এসবে বিশ্বাস করেন না। তিনি সত্যিই যোগী। তাই তাঁর কিছু হারানোরও ভয় নেই। তিনি কুসংস্কারে বা ভ্রমে বিশ্বাস করেন না। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ২৫ ডিসেম্বর নয়ডায় মেট্রোর সূচনা নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে যোগ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরই ঘোষণা করেন, রাজ্যের ৭৫টি জেলাতেই তিনি যাবেন এবং খতিয়ে দেখবেন সেখানের আইন শৃঙ্খলা ও উন্নয়নের কাজকর্ম কেমন চলছে ।