Posts

Showing posts with the label কোটিপতি

ভারতীয় সেনার কর্মে রাতারাতি কোটিপতি এই গ্রাম, জানতে দেখুন..

Image
অরুণাচলের এক দিকে চিন, অন্য দিকে ভুটান। মধ্যে গুরুত্বপূর্ণ জেলা তাওয়াং। চিন সীমান্তের কাছে তাওয়াংয়ে সেনা ঘাঁটি মজবুত করা সেনাবাহিনী অনেক দিনের পরিকল্পনা তাই এবার তৈরী হলো। এখানে ১০০ শতাংশ পরিবারই রাতারাতি কোটিপতি,আসল কারণটি হলো ভারতীয় সেনা।বর্তমানে গ্রামের ৩১টি পরিবারের হাতে মোট ৪০ কোটি ৮০ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকার চেক পায়, চেয়ে বেশি জমির টাকা পেয়েছেন ৬ কোটি ৭৩ লক্ষ ২৯ হাজার ৯২৫ টাকা ও তার মধ্যে গ্রামের ২৯টি পরিবার সমান হারে ১ কোটি ৯ লক্ষ ৩ হাজার ৮১৩ টাকার চেক পেলেন এবং একটি পরিবার পেয়েছেন ২ কোটি ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৮৬ টাকা আর তাই নিয়ে সোসাল মিডিয়ায় বলা হচ্ছে রাতারাতি কোটিপতি গ্রাম।