Posts

Showing posts with the label বিজেপি

এই মিথ্যে কারণের জন্য পূর্ব বিজেপি মন্ত্রীর কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল..

Image
সুপ্রভাত ডিজিটাল:  দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল এবার ক্ষমা চাইলেন পূর্ব বিজেপি মন্ত্রীর থেকে। আসল ঘটনাটি হল পাঞ্জাবের নির্বাচনে প্রচারের সময়। যখন পাঞ্জাবে নির্বাচন প্রচার করছিলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেই সময় হটাত তিনি সেই সময়ের মন্ত্রী বিক্রম সিং মজিদীয়কে ড্রাগ ব্যবসায়ের অভিযোগ করেন এবং তিনি বলেন বিক্রম সিং সাধারণ মানুষকে ড্রাগ এর নেসা করাচ্ছেন। Anandabazar Patrika  ২০১৬ সালের ২০ মে অমৃতসরের আদালতে কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাজিতিয়া। সেই মামলাতেই ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী।এই অভিযোগের পর বিক্রম সিং মজিদীয় মানহানির মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল এর উপর। এই ঘটনা নিয়ে তিনি বলেন আমি আগে যা বলেছি তা ভিত্তিহীন আমি এই বিষয় নিয়ে বিক্রম সিং মজিদীয় এর কাছ থেকে ক্ষমা চাই। আমি এইভাবে আমার সব বিবৃতি এবং আপনার বিরুদ্ধে তৈরি অভিযোগ এবং এটি জন্য ক্ষমা চাই। একজন মুখ্যমন্ত্রী আদালতে চিঠি দিয়ে আমার বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক মুহূর্ত। শেষপর্যন্ত সত্যের জয় হয়েছে।

নিজের বাবার খুনে খুনিকে ক্ষমা করে নিজেই ফাঁসলেন রাহুল গান্ধী বলছে এই রিপোর্ট..

Image
সুপ্রভাত ডিজিটাল: রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। তাঁর মতে রাজীব গান্ধীকে আর্থিক লাভের জন্য খুন করা হয়েছিল সুপারি কিলার দিয়ে। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন যে, তিনি এবং তার বোন প্রিয়াঙ্কা তাঁর বাবার(রাজীব গান্ধী) খুনিকে ক্ষমা করে দিয়েছেন। রাহুল গান্ধীর এই বক্তব্যের জেরে সুব্রামনিয়াম স্বামী টুইটারে বলেছেন, এলটিটিই হত্যাকারীদের রাহুলের ক্ষমা করে দেওয়ার পিছনে একটা গোপন রহস্য আছে, হয়তো সুপারি কিলারের হাত আছে।স্বামী জানিছেন রাজীব পরিবারের সঙ্গে এলটিটিই-র বোঝাপড়া থাকতে পারে।স্বামী বলেছেন, রাজীব প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তাঁর হত্যাকারীদের কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় যে, শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর প্রতিবাদেই রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। কিন্তু ভারতীয় সংসদে এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর প্রস্তাব পাশ করেছিলেন স্বয়ং রাজীব গান্ধী। প্রথম পর্যায়ে নলিনী নামে এক মহিলাকে অভিযুক্ত করা হয়েছিলো এবং তাঁর ফাঁসির আদেশ এসেছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেন এমন হলো, এই ব...

আবর্জনা নিয়ে এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ..

Image
সুপ্রভাত ডিজিটাল: আবার এক নতুন পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর সাথে সাথে দেশবাসীকেও অবাক করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ‘সচ্ছ ভারত অভিযান’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অসাধারণ পদক্ষেপ নিলেন যোগী । আসল ঘটনাটি হলো যোগী উত্তরপ্রদেশের রাজধানী শহরকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এই পদক্ষেপ। লখনউকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আবর্জনা ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনের বিশেষত্ব এই যে, এই মেশিনে আপনি আপনার অপ্রয়োনজনীয় কোনো বস্তু ফেললে তার জন্য কিছু মূল্য পাবেন।  বর্তমানে এর নাম আবর্জনা ATM, এই মেশিনের ফলে সাধারণ মানুষেও খুব উপকার হবে। মেশিনে আধার কার্ড রিডার লাগানো আছে যাতে আবর্জনা ফেলার ব্যক্তিটির পরিচয় মেশিন বুঝতে পারবে। এই মেশিনে ২০০ মিটার রেঞ্জ এ Wifi এর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।এই মেশিনে একটি প্লাস্টিক বোতল ফেললে ১ টাকা এবং একটা কাঁচের বোতল ফেললে ২ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।এই মেশিন উত্তরপ্রদেশের প্রত্যেক গ্রাম, শহরে লাগানো হবে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধ...

বিজেপি চাপে তৃণমূল কংগ্রেস এবার একসাথে..

Image
সুপ্রভাত ডিজিটাল:     ফের বিজেপির চাপে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে মমতা। এমনটাই বলেন নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে সভায় ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেরা প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করা হবে, এমন প্রস্তাব খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীই দিয়েছিলেন। কিন্তু, কংগ্রেসের সমর্থন নিতে সিপিএম নারাজ। তাই নিজেদের প্রার্থী ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। পাঁচটি আসনে নির্বাচন হচ্ছে বাংলায়।বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামেদের সক্রিয় হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন ধরে যে ভাবে বার বার মুখ খুলছিলেন তা থেকে বোঝা যাচ্ছে মমতা চাই তৃণমূল কংগ্রেস ও বাম এক সাথে হয়।  বর্তমান সময় রাজ্যে যে ভাবে বিজেপি তার দল শক্ত করছে তাতে সব দল এর চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপুল জয় এর পর বিজেপি এ রাজ্যেও পড়তে চলেছে নতুন সরকার, দাবি গেরুয়া শিবিরের। supravat

বিরোধী দল আজ এমন এক কান্ড করলো সংসদে যাতে বাধ্য হয়ে চেয়ারম্যান অধিবেশন মুলতুবি করেন...

Image
সুপ্রভাত ডিজিটাল: আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন। পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা।  আজ এই নিয়ে সংসদও চালানো যায়নি ।   গোলমালের জেরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। বিরোধীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনারা সংসদে আছেন না অন্য কোথাও?’ কিন্তু তিনি বারবার আসনে ফিরে যেতে বললেও, সে কথা না শুনে হইচই করতে থাকেন বিরোধী দলগুলির সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান। 24 ghanta Live News

প্রধানমন্ত্রীর মোদী আজ মঞ্চে দাড়িয়ে এক ঐতিহাসিক কর্ম করলেন যা দেশে এই প্রথম..

Image
প্রধানমন্ত্রীর আজ এক এমন কাজ করলেন তা সারা ভারতবাসীর গর্ব। আসল ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী মোদী যখন জেতার উপলক্ষে দলেন সব সদস্যদের সাথে দেখা করতে যান বিজেপি কার্যলয়। সেখানে গিয়ে তিনি যা করলেন তা আজ পর্যন্ত খুব কম মানুস করেছেন বা কেউ নাও করে থাকতে পারে। আজ তিনি যখন বক্তিতা দিতে ওঠেন ঠিক সেই সময় আজান শুরু হয় পাশের এলাকা থেকে ঠিক সেই সময় তিনি হটাত বলে ওঠেন ২ মিনিট অপেক্ষা করুন আজান শেষ হলে আমি আমর বক্তব্য রাখব। আর কি এই ঘটনার ফলে বোঝা যায় প্রধানমন্ত্রী মোদী কতটা আবেক নিয়ে চলেন যার ফলে তিনি ছোট ছোট বেপার গুলিও খুব ভালো ভাবে পূরণ করেন, আর এই কারণেই হয়তো সবাই এত ভালবাসেন প্রধানমন্ত্রী মোদিকে। উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট যে প্রধানমন্ত্রী মোদিকে সারা দেশের মানুস এখন। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক এজেন্ডায় মানুষ আস্থা রেখেছেন এবং এর থেকেই স্পষ্ট হয় আগামী লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ক্ষমতা ধরে রাখবে এনডিএ।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

Image
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।   জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন। গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

ভাইচুংকে বিজেপি স্বাগত জানিয়ে তৃণমূলকে দিল এক নতুন চমক..

Image
ভাইচুং নিয়ে এখন রাজনীতি চরমে, সব রাজনৈতিক দল চায় ভাইচুং তাদের দলে যুক্ত হয়। কিন্তু ভাইচুং কোন দলে যুক্ত হবে সেই নিয়ে জল্পনা এখন চরমে। গোর্খাল্যান্ডের দাবি যখন উঠেছিল সেই সময় ভাইচুং বলেন আলাদা গোর্খাল্যান্ড হলে পাহাড়ে শান্তি আসবে। তৃণমূল ছেড়ে দেবার পর ভাইচুংকে পেতে সবাই চাইছে কিন্তু ভাইচুং যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই জানা যায় কিছু সুত্র থেকে। এই বেপারটিকে বল দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, দল ছাড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ভাইচুংকে বিজেপিতে স্বাগত জানান এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহও বলেন আসতে চাইলে ওঁর মতো দেশবরেণ্য ফুটবলারকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাব। ওঁকে পেলে বিজেপি ও দেশের লাভ হবে।এমনকি এও জানা যায় তিনি বিজেপিতে যুক্ত হবার জন্যই তিনি তৃণমূল ছেড়ে দেবার সিধান্ত নেন। অনেক জায়গায় তৃণমূল এর সাথে তার মত মেলেনি যেমন নোটবন্দী ও গোর্খাল্যান্ড দাবিতে তিনি দল এর বিরুদ্ধে গিয়ে বলেন তার জন্য দল তার উপর ভরসা ঠিক করতে পারিনি।

মমতার মন্ত্রীর পাশেই পিএনবি-র এর আসল প্রতারক, দেখুন চাঞ্চলকর ছবি প্রকাশ বিজেপির..

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়ানো শিল্পপতিদের ভিড়ে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী এক ছবিতে থাকার জন্য বিরোধী দল গুলি তান্ডব শুরু করে দিয়েছিল তার মধ্যেই একটা দল ছিল তৃণমূল। এরপর পুরো বাজি উল্টে দিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,তিনি কিছু ছবি প্রকাশ করেন তাতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে ‘মেহুলভাই’ জানুয়ারির শুরুতে যিনি দেশ ছেড়েছেন বলে দাবি গোয়েন্দাদের। গতকাল এই ঘটনার পর থেকে ওই ছবি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের ওয়েবসাইটে ‘মিডিয়া’ বিভাগে এরাত পর্যন্ত ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না।  Today Bengali News

ত্রিপুরার শেষ অঙ্কের পর ঝড়ের গতিতে আসতে চলেছে এই রাজনৈতিক দল..

Image
ত্রিপুরার সরকার এবার বিরোদী দল নিয়ে খুব চিন্তিয়।যেভাবে ত্রিপুরার রাজনীতিই শুর সিপিএম থেকে বিজেপিতে আসছে তা দেখে মনে করছে রাজনৈতিক মহল এবার ত্রিপুরা বিজেপির দখলে।আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধে বিজেপি এবার পুরো জোর লাগিয়ে দিচ্ছে বাম দুর্গের চির খাওয়ানোর জন্য।  বিজেপির লাগাতার প্রচার কৌশল বহু জায়গাতেই প্রভাব ফেলবে বলে সিপিএমের দলীয় নেতা-কর্মীদের একাংশের অভিমত।সিপিএমের কপালে ভাঁজ ফেলছে নতুন ভোটার। কারণটা খুব সোজা মোদী সরকার এর দিয়ে পুরো যুব সমাজ চেয়ে তো তাদের কাছ থেকে কোনো আসা নেই সিপিমের ভোটের    নির্বাচন  কমিশনের তথ্য অনুযায়ী এ বারেই প্রথম ভোটাধিকার পেয়েছেন এমন ভোটারের সংখ্যা ৪৭ হাজার ৮০৩। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা ২৬ হাজার ৫৪ এবং মহিলার সংখ্যা ২১ হাজার ৭৪৫। আর এখন বর্তমানে সারা দেশে যুব সমাজ মোদীর সাথে।

বাংলায় হিন্দুদের রক্ষা করা হলো আমাদের কর্তব্য,আমাদেরও "গেরুয়া প্রিন্ট" তৈরী বললেন বাংলার এই বিজেপি নেতা..

Image
সুপ্রভাত ডিজিটাল:  মুন্সিরহাটে বিজেপিদের আক্রমণ করা হয়েছিল ভারত মাতার পুজো করার সময়। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির এক সভায় জয় বন্দ্যোপাধ্যায় বলেন যে, "জয় এমনিতে রাগেন না। কিন্তু জয়কে খেপালে তৃণমূলরা সমস্যায় পড়ে যাবেন। বিজেপি কর্মীদের উপর এমন ভাবে আক্রমণ ঘটতে থাকলে জয় প্রলয় ঘটিয়ে দেবে।" তিনি হাওড়ার ধূলাগড়ের কথা উল্লেখ করে বলেন যে, "ওখানের হিন্দুদের কত মারটাই না খেতে হয়েছিল। বাড়ি লুটপাট করে আগুন লাগানো হয়েছিল। এরা সকলেই তৃণমূল সমর্থিত ছিল। তাই আমাদের কর্তব্য হিন্দুস্থানে হিন্দুদের রক্ষা করা। তিনি আরোও বললেন যে, তৃণমূল পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে কাজে নেমে পড়েছেন। এখন থেকেই ব্লু-প্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই কাজে পুলিশ অফিসার, এমন কি পাড়ার মোস্তানদেরও কাজে লাগানো হচ্ছে। তিনি এর পাল্টা জবাবে বলেন, আমরাও গেরুয়া প্রিন্ট তৈরি করেছি। তৃণমূল যদি বন্দুক গুলি দিয়ে ব্লু প্রিন্ট করে তবে আমরা মানুষকে ভালোবেসে, শান্তি উন্নয়নের পথ দেখিয়ে গেরুয়া প্রিন্ট তৈরি করে রেখেছি। তৃণমূল চেষ্টা করবে পঞ্চায়েত ধরে রাখার, আর আমরা পঞ্চায়েত দখল করার।

পঞ্চায়েত নির্বাচনে অহিংসার পথ অনুব্রতর (কেষ্ট), এবার অস্ত্র মহিলারা !! দেখুন ভিডিওটি ..

Image
এবার সব রাজনৈতিক দল এর চিন্তা হলো পঞ্চায়েত নির্বাচন।এই ভোট সবথেকে বড় চিন্তা হলো তৃণমূলের, কারনটা খুবই সোজা সেটা হলো যথাযত টক্কর দিচ্ছে বিজেপি,তাই এবার মহিলা অস্ত্র নিয়ে মাঠে নামতে চায় তৃণমূল। এমনটাই জানা গেল অনুব্রত মণ্ডল (কেষ্ট ) মুখ থেকে। তিনি বলেন আগামী পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়ে সামনের সারিতে মহিলাদের রাখা হবে। একটি একটি মিছিলে আড়াই থেকে তিন হাজার মহিলা প্রতিটি মিছিলের সামনে থাকবেন। তাঁদের পিছনে থাকবেন পুরুষরা। নিজের দলের মহিলা ব্রিগেডকে অস্ত্র করেই এই পরিকল্পনা করতে চায় অনুব্রত মণ্ডল (কেষ্ট )। 

পঞ্চায়েতের আগেই বিজেপির বড়সড় রদবদল যা শুনলে আপনিও চমকাবেন..

Image
রাজ্যে উপনির্বাচনের সময় থেকেই বিজেপিতে রদবদল নিয়ে নানা জল্পনা চলছে। বর্তমান সরকারকে কড়া জবাব দিতে তৈরী হচ্ছে বিজেপি । বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র মধ্যে গোপন বৈঠক হয়। সেই বৈঠকেই মঞ্জুদেবী বিজেপির টিকিটে নোয়াপাড়া উপনির্বাচনে প্রার্থী হবেন বলে কথা দেন বলে মুকুল-কৈলাশ দাবি করেন।   তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত একজন সৈনিক এবার তাকে নিয়েই কড়া জবাব দিতে চলেছে বিজেপি বলছে রাজনৈতিক মহল । পঞ্চায়েত নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলে শুরু হয়েছে। বিজেপি চায় বাংলায় উন্নতি চরম শিকড়ে নিয়ে যেতে ও তার সাথে ধর্মীও রাজনীতি বন্ধ করতে । এবার দেখার পালা কি হয়  পঞ্চায়েত নির্বাচনে । Anandabazar Patrika

হাইকোর্টের নজরদারিতে ১৫ জানুয়ারি থেকে মিছিল বিজেপির,কেন এমন পরিস্থিতি দেখুন..

Image
ফের হাইকোর্ট - বিজেপি বার বার বিজেপিকে অনুমতি নিতে হাইকোর্ট এর দরজায় যেতে হচ্ছে, আইনশৃঙ্খলা  রক্ষায় কি ব্যর্থ হয়েছে রাজ্য সরকার ? সংকল্প যাত্রার অনুমতি দিল হাইকোর্ট। ১৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিছিল করতে পারবে বিজেপি। শুক্রবার সকালে জোড়াবাগানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে  তৈরি হয় কিছু বিজেপির কর্মীও সেখানে আহত হয়। অভিযোগ, বিজেপি যুব কর্মীদের উপর হামলা চালান তৃণমূল কংগ্রেস কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে। যুব মোর্চার মিছিলে সুরক্ষা দিতে পারেনি পুলিস। শুক্রবার এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। হাইকোর্ট জানায়, শুক্রবার মিছিল বন্ধ রাখা হোক,এমন জোর করে মিছিল বন্ধ করার জন্য এবার বিজেপিকে  হাইকোর্ট  এর সাহায্য নিয়ে রাস্তায় নাব্ছেন।

বিজেপির যুব মোর্চার মিছিলকে আটকাতে মিছিলের অনুমতি ডিভিশন বে়ঞ্চের,দেখুন ভিডিওটি..

Image
বিজেপির যুব মোর্চার মিছিলকে ঘিরে অনেক জনবহুল কাঁথিতে। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দিঘা থেকে প্রতিরোধ সংকল্প অভিযান শুরু করা হয় কিন্তু বর্তমান সরকার চাইছে না বিজেপির কোনো রাজনৈতিক সরগোল হয়,সেই কারণে পুলিশ মিছিল আটকে দেওয়ায় প্রথমে এমনটাই বললেন স্থানীয় বিজেপি নেতারা।১ জানুয়ারি কাঁথি থেকে বাইক মিছিল করার কথা ছিল বিজেপির। ১৮ জানুয়ারি সেই মিছিল শেষ হওয়ার কথা কোচবিহারে। প্রথমে সেই মিছিলের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ।হাইকোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার শুরু হয় যুব মোর্চার সংকল্প অভিযান। যদিও বৃহস্পতিবার সকালেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। রাজ্য আবেদনে জানায় একটি অনুমোদনহীন সংস্থাকে কী ভাবে মিছিলের অনুমতি দেওয়া হল। দেখুন ভিডিওটি  

ফের গেরুয়া টক্কর কে জিতবে তৃণমূল না বিজেপি ??

Image
এ বার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী নিয়ে তৃণমূল এর টান গেরুয়া ?? শাসক দল তৃণমূল ১২ জানুয়ারি,শুক্রবার দিনভর রাজ্য জুড়ে বিবেকানন্দের জন্মজয়ন্তী উদ্‌যাপন করবে বলে জানিয়ে, তাহলে কি বিজেপিকে রুখতে এমন নতুন কদম শাসক দল এর বিজেপির গেরুয়া এখুন তৃণমূল এর চিন্তার কারণ,গেরুয়া শিবির বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করে ঠিকই।  কিন্তু এ বছর কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলই এই কর্মসূচিকে সাম্প্রতিক প্রতিযোগিতার আবহে এনে ফেলেছে।সিমলায় বিবেকানন্দের বর্তমান মূর্তির উচ্চতা বাড়ানোর জন্য সংসদে দাবি জানিয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘মোদীর গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের সুউচ্চ মূর্তি রয়েছে। তা হলে কলকাতায় বিবেকানন্দের অনেক উঁচু মূর্তি কেন থাকবে না? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জেলায় জেলায় বিবেক-জয়ন্তী পালন করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিবেকানন্দ ও ভারতমাতার প্রতিকৃতিতে মালা দিয়ে ‘দেশপূজন’ করবে তারা। আরএসএস করবে সব মহকুমায় রুটমার্চ। রাজ্য জু়ড়ে সে দিন গেরুয়া লহর।

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে। তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে। দেখুন ভিডিওটি  24 ghanta

মুকুল রায়ের বক্তব চিন্তার তৃণমূল, কি বললেন তিনি জেনে নিন..

Image
মুকুল রায় এবার ঝুলি থেকে বের করতে চান তৃণমূলের কেষ্ট-এর কেলেঙ্কারি। তাই অভিষেকের পর তাঁর নিশানা হচ্ছে অনুব্রত মন্ডল। মুকুল রায় জানিয়েছেন, 'এবার এমন কথা ফাঁস হবে যে, তৃণমূল ওঁকে দলেই রাখবে না।' বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই হুঙ্কার তুলেছেন মুকুল। এবারে অনুব্রতকে একেবারে অন্য চ্যালেঞ্জ দিলেন মুকুল। মুকুল রায়ের এই চ্যালেঞ্জ শোনার পর অনুব্রতও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন, "মুকুল রায় বীরভূমে এলেই ৪০ হাজার লোক দিতাম। আগে এই জেলায় আসে সেইরকম সমাগম করে দেখান, তারপর তো যুদ্ধ জয় করবেন।" রবিবার সাঁইথিয়ার জনসভায় তিনি অনুব্রতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানকার তৃণমূল জেলা সভাপতি শুধু বড়ো বড়ো কথাই বলেন। আমি আজ ওঁকে নিয়ে একটি কথাও বলবো না। বলবো, কিন্তু পরের মিটিংয়ে।" মুকুল অনুব্রতর নাম একবার উচ্চারণ করেননি। কিন্তু তাঁর নিশানায় যে অনুব্রত মন্ডলই রয়েছেন তা তিনি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। মুকুল রায় জোর গলায় বলে গেলেন, "পরের মিটিংয়ে এমন একটি তথ্য ফাঁস করবি যে ওঁর পদটাই আর থাকবে না। হয় ওঁকে দল সরিয়ে দেবে, আর সেটা না হলে ও নিজেই দল থেকে সরে যেতে বাধ্য হবে।...

ফের সেঞ্চুরি গুজরাটে নিঃশর্ত অসম্ভবকে সম্ভব করলো মোদী ম্যাজিক তারপর..

Image
গুজরাতে বিজেপি ১০০ সংখ্যায় পৌঁছল। মোদী  ম্যাজিক এর পর এখুন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করছে, ধানসভা নির্বাচনে জয়ী হয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি।  কিন্তু এবার বিজেপির আসন সংখ্যা কমে দুই সংখ্যায় পৌঁছেছে,১৮২ সদস্যের বিধানসভায় ৯৯ আসন পেয়েছে বিজেপি। কিন্তু এবার এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ১০০ বিধায়কের সমর্থন পাচ্ছে তারা। মধ্য গুজরাত থেকে নির্বাচিত নির্দল বিধায়ক রতনসিন রাঠোড় বিজেপিকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন রাঠোড়।গুজরাতে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ৯২। এক্ষেত্রে ১০০ আসন মানে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এবার বিজেপি ৯৯ আসনে জয়ী হয়েছিল।

তরমুজ না এবার কুমড়ো খুঁজতে তদন্ত কমিটি তৃণমূলের..

Image
এখুন রাজ্যে কুমড়ো এবং তরমুজ এই দুটি ফলের নাম চরমে,সাধারণ মানুসের জন্য এই কুমড়ো ও তরমুজ কেনায় দামের অকাল তাই এদের নিয়েও এখুন রাজনীতি খুব গরম,   যাঁরা 'কুমড়ো' অর্থাৎ বাইরে তৃণমূল  কিন্তু মনোভাবে বিজেপি, রাজ্যে বিজেপি বাড়ছে গতিকে সেই গতিকে tmc সামলাতে পারছে না বলে দাবি বিজেপির, সূত্রের খবর, তৃণমূলে থাকা মুকুল রায়ের অনেক পুরনো অনুগামীই দিনের বেলায় চায়ের দোকানে কিংবা ছোট বৈঠকে মুকুল রায় সম্পর্কে নানা সমালোচনা করেছেন। দলের অন্দরে তাঁদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দলের কাজে গুটিয়ে যাওয়া নেতাদের নিয়ে টেনশনে তৃণমূল নেতৃত্ব। তাঁরা কি পুরো গুটিয়ে গিয়েছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়ে রাজ্য রাজনীতিতে তরমুজ শব্দটি বারবার এসেছে। বাইরে সবুজ হলেও, ভিতরে লাল। বাইরে কংগ্রেসি রাজনীতি করলেও, ভিতরে ভিতরে বামেদের সহযোগিতা করে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা। সেই বাম শাসন শেষ হয়ে গিয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ফলে বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দটি আর উঠে আসে না। তবে মুকুল রায়ের দলবদলের পর বঙ...