Posts

Showing posts with the label তৃণমূল বনাম বিজেপি

পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলের এই এজেন্ট, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের..

Image
পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলে,আজ বিনয় তামাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাহাড়ে অশান্তির সমস্ত বিমল গুরুং পাহাড়ে উপস্থিত ছিলেন না। ছিল বিনয় তামাং, তাহলে বিমল গুরুংকে কেন দায়ী করা হচ্ছে? না সে তৃণমূলের নেতা বলে সব ছার। বিনয় তামাংয়ের এই রাজনীতি পাহাড়ের মানুষ ভালো চোখে দেখে না এর যোগ্য জবাব পাবেন তিনি পরে। পাহাড়ের উন্নয়নে কেন্দ্র যে ৩০০ কোটি টাকা দিয়েছে, তার কোনও হিসেব নেই। সব টাকা কি তার পকেটে যাচ্ছে তাহলে। মোর্চা ভবিষ্যতে পাহাড়ে বিজেপির সঙ্গে জোট করবে না, সেটাও কড়া ভাসায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

কে বড় হিন্দু? শিবভক্ত কেষ্ট' বনাম 'রামভক্ত দিলীপ..

Image
কে বড় হিন্দু? তৃণমূলের পুরোহিত সম্মেলনের পাল্টা অস্ত্র হিসেবে হিংসাকেই অস্ত্র করতে চলেছে রাজ্য বিজেপি, সেটাও পরিষ্কার করলেন দিলীপ ঘোষ।তৃণমূল বনাম বিজেপি। 'শিবভক্ত কেষ্ট' বনাম 'রামভক্ত দিলীপ। কেষ্টর এই মন্তব্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বললেন, "কে জল্লাদবাহিনী তা বাংলার মানুষ জানে। পুরোহিত সম্মেলন করে পাপক্ষয় হবে না। গরুদান করেও প্রায়শ্চিত্ত হবে না। রাজ্য বিজেপির 'ক্যাপ্টেন' বীরভূম যেতে যেতেই বলে রাখলেন, বীরভূম হল বাংলার বোমা তৈরির কারখানা। হিংসার আঁতুড় ঘর। আজই দলীয় কাজে বীরভূমের আউশ গ্রামে যাচ্ছেন দিলীপ ঘোষ। আর এই সুযোগেই পুরোহিত সম্মেলনকে খোঁচা দিয়ে আউশ গ্রামের 'বোমাবাজির স্মৃতি' উস্কে দিলেন রাজ্য বিজেপি সভাপতি।শাসক দলের এই 'ধর্মপ্রেম' নিয়ে পাল্টা মাঠে নেমেছে বিজেপিও। পুরোহিত সম্মেলন করে যে নিজেদের হিন্দুত্ববাদী প্রমাণ করতে পারবে না তৃণমূল, সেকথাও স্পষ্ট করলেন দিলীপ ঘোষ।