Posts

Showing posts with the label West Bengal News

কেন্দ্রের সাহায্যে বাংলাকে নতুন পরিচয় দিলেন মমতা বানার্জী,শুভেচ্ছা জানিয়ে বললেন..

Image
এদিন বিশ্ববাংলা লোগোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার ৭০ বছর পর আমরা নিজস্ব প্রতীক পেলাম। মুকলের কুরুক্ষেত্র-যুদ্ধে জল ঢেলে কেন্দ্রের বিজেপি সরকার স্বীকৃতি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা বিশ্ববাংলা লোগোকে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বীকৃতিতে স্বাধীনতার ৭০ বছর পর নিজস্ব প্রতীক পেল বাংলা। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন রাজ্যের সরকারি প্রতীক বিশ্ববাংলা লোগোর। এখন থেকে অশোক স্তম্ভের সঙ্গে বিশ্ববাংলার লোগোও ব্যবহার হবে সরকারি নথিপত্রে।  প্রত্যেক রাজ্যেরই একটা নিজস্ব পরিচয় থাকা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বীকৃতি দেওয়ার পর রাজ্যের মুকুটে একটা নতুন পালক যুক্ত হল। এবার লক্ষ্য বাংলার নাম পরিবর্তন।' মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যের নিজস্ব প্রতীক থাকার বিষয়টি আগের কোনও সরকারই ভাবেনি। আমরা ভেবেছি, আবেদন করে তাঁর স্বীকৃতিও আদায় করে নিতে সমর্থ হয়েছি, এটা একটা শুভ মুহূর্ত। এখন থেকে সরকারি কাজে রাজ্যের আলাদা লোগো ব্যবহার করা হবে। অশোকস্তম্ভের পাশে থাকবে বিশ্ববাংলা লোগোও।' source

ঔরঙ্গজেবের শাসন চাইনা, চাই সবকা সাত সবকা বিকাস..

Image
যিনি গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়েছিলেন। তবে এটা বলে তিনি বিজেপির অনেকাংশে উপকারই করেছেন। যখন রাহুল গান্ধী কংগ্রেসের সদর দন্তরে বসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তখনই নরেন্দ্র মোদী গুজরাটের ভালসাদে বাজিমাত করলেন। গুজরাটে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী খোঁচা দিয়ে বললেন, 'ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তাঁরা মুঘলদের থেকে কিছু কম যান না। সেটা কংগ্রেস নেতারা প্রমান করে দিলেন। আমরা ঔরঙ্গজেবের শাসন চাই না। কংগ্রেসকে আমরা এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। তবে এই শাসন আমরা চাই না।' প্রতিপক্ষকে আক্রমণ করার কোনো সুযোগ ছাড়েন না নরেন্দ্র মোদী। এ দিনেও সেটা আবার প্রমান করলেন তিনি। প্রথম রাতে তিনি পিঁপড়ে মারার মতো রাহুল আর অভিষেকের প্রস্তুতিতেই আক্রমণটা শানালেন। তিনি বললেন, "যিনি জামিনে মুক্ত, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তিনি দলের সভাপতি হলেন। এই বার বুঝতে পারছি, ওরা কেমন সংস্কৃতি নিয়ে চলে।" মোদী এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন। কংগ্রেসের পরিবারতন্ত্রের উপর আঘাত ও গুজরাটের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর অভিষেককে মুঘল সম্রাটের সঙ্গে ত...

Big Breaking : গুজরাটের ফাইনাল অপিনিয়ন পোল এর ফলাফল এমন এলো যে, উড়ে গেল সকলের হুঁশ !

Image
গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহল খুবই সক্রিয় হয়ে পড়েছে।একদিকে কংগ্রেস এর হয়ে রাহুল গান্ধী তো অন্যদিকে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নিজে মাঠে নেমে পড়েছেন।নির্বাচনের মাত্র ৫ দিন আগে এক হিন্দি নিউস চ্যানেল গুজরাট নির্বাচনের এক ওপিনিয়ন পোল বের করেছিল যেখানে খোলাখুলি মানুষের মতামত নেওয়া হতো নির্বাচন নিয়ে।এই ওপিনিয়ন পোল এর ফলাফল বেরোলে দক্ষ যায়,প্রত্যেকবারের মতো এবারেও বিজেপি জয়ী হয়।এই সার্ভের ফলাফল অনুযায়ী, ১৮২ সদস্যের গুজরাট বিধানসভার মধ্যে বিজেপি ৯১ থেকে ৯৯ টি আসন আসন পেতে পারে,যেখানে কংগ্রেস পেতে পারে ৭৮ থেকে ৮৬ টি আসন।বাকি অন্যানরা পেতে পারে ৩ থেকে ৭ টি আসন।গড়ে বলতে হলে বিজেপি পেতে পারে ৯৫ টি আসন,কংগ্রেস ৮২ এবং অন্যানরা পেতে পারে ৫ টি আসন। এখন যদি আপনি ভেবে থাকেন, বিজেপি খুব একটা বেশি মার্জিনে জিতছে না।তাহলে আপনাদের জানিয়ে দি এই নিউজ চ্যানেল গুলি যে রেজাল্ট বের করছে তা শুধু মাত্র মানুষদের ডাইরেক্ট প্রশ্নের উত্তর হিসেবে পাওয়া ফলাফল।আসলে  বিজেপির এই ৯৫ আসনের লিমিট প্রায় ১৫০ এর উপর যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।আসলে এরম মনে করার কারণ হল এইরকম ওপিনিয়ন পোল উত্তরপ্রদেশের জন্য...

ব্যবস্থা না নিলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেবো, কে দিল এমন হুমকি ?

Image
পাকিস্তান যদি জঙ্গিদের নিরাপদ স্থান নিয়ে কোনও ব্যবস্থা না নেয়, তবে তাদের ধংস নিশ্চিত করতে যা যা ব্যবস্থা করতে হয়, তাই করবে তারা। এমনটাই হুমকি দিয়েছেন সিআইএ-র প্রধান।মেরিকার ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস-এর পাকিস্তান সফরের দিনদুয়েক আগেই এই মন্তব্য করেছেন সিআইএ-র ডিরেক্টর মাইক পম্পেও। পম্পেও জানিয়েছেন, সফরকালে ম্যাটিস পাকিস্তানকে খুব ভালভাবে বলবেন। তিনি বলেন, ডিফেন্স সেক্রেটারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তাও পাকিস্তানের বর্তমান শাসকদের হাতে তুলে দেবেন। কেননা ট্রাম্পও জঙ্গিদের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। পাকিস্তান যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, জঙ্গিদের স্থায়ী আস্তানা গুড়িয়ে দিতে যা যা ব্যবস্থা নিতে হয়, তাই তাই করবে আমেরিকা।  এমনটাই জানিয়েছেন সিআইএ-র ডিরেক্টর। ইসলামাবাদে পৌঁছেই ম্যাটিস পাকিস্তানের সেনাকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আফগানিস্তান নিয়ে কথা বলবেন। আমেরিকা দীর্ঘ কয়েকবছর ধরে অভিযোগ করে আসছে, পাকিস্তান আফগান তালিবানদের আশ্রয় দিচ্ছে। আফগানিস্তানে হামলায় হাক্কানি নেটওয়ার্ককেও প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছিল আমেরিকা। এবছরের অগাস্টে, ট্রাম্প পাকিস্তানের ...

দেখুন নতুন যুগলবন্দী মমতা - অখিলেশ, জল কত দূর গড়াবে জানুন এই তথ্যে..

Image
বিজেপি  যে হারে বাঙ্গালায় বাড়ছে সেই দিক মাথায় রেখে বর্তমান সরকার বিজেপি বিরোধী পার্টি গুলির সাথে যোগ সাধন করছে মমতা সরকার, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দলীয় সাংসদ কিরণময় নন্দকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে যান অখিলেশ।বিজেপি বিরোধিতার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার মমতার কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকব।কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন।উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহও এ দিন কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে চাই, অখিলেশের সঙ্গে জোট করবেন না। করলে ওঁর অবস্থা হবে কংগ্রেসের মতো, যারা অখিলেশের সঙ্গে জোট করে উত্তরপ্রদেশে ল ড়েছিল।...

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের করা প্রতিক্রিয়া..

Image
রানিকুঠির জিডি বিড়লা স্কুলে নির্যাতিতা শিশুর বাড়িতে গেলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাঘাযতীনে শিশুটির বাড়িতে যান তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন শিশুটির মায়ের সঙ্গে।নির্যাতিতা শিশুর বাড়িতে গিয়ে দেখা করলেন বিজেপির মহিলার মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ক্ষমার অযোগ্য বলে বর্ণনা করলেন কেন্দ্রের স্কুল শিক্ষা মন্ত্রকের সচিব অনিল স্বরূপ। এদিকে, কলকাতায় বেসরকারি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপের মন্তব্য, স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা ক্ষমার অযোগ্য। রানিকুঠির জিডি বিড়লা স্কুল প্রসঙ্গে তিনি বলেন, পড়ুয়াদের নিরাপত্তার দিকটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি স্কুলে সিসিটিভি থাকা বাধ্যতামূলক বলেও মন্তব্য করেছেন তিনি। একটি বেসরকারি স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখতে কেষ্টপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা মন্ত্রকের সচিব।

বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অমিতাভ ব নেতাজির মধ্যে গভীর সম্পর্ক...

Image
জয়া ভাদুড়ী বাদেও তাঁর আত্মীয়তার যোগাযোগ রয়েছে বাংলার সাথে। আবার নেতাজির গভীর সম্পর্ক রয়েছে উত্তরপ্রদেশের সাথে। কারণ তাঁর পূর্বপুরুষরা সেই মাটিরই সন্তান। এক গবেষণায় উঠে এলো একটি অবিস্বাশকর সত্য। অমিতাভ বচ্চন আর নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি একই পরিবারের সন্তান। শুধু তাই নয়, অন্তর্জাতিক গবেষক থেকে জানা গেছে হাজার বছর আগে এঁদের সকল পূর্বপুরুষ একই পরিবারের সন্তান ছিলেন। এমনকি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও এঁদের সম্পর্ক রয়েছে। পাঁচকুলিন কায়স্থ উত্তর ভারত থেকে বাংলায় চলে আসে ছিলেন। এই পাঁচকুলিন কায়স্থ হলেন ঘোষ, বোস, মিত্র, দত্ত ও গুহ। তারপর তাঁরা এই পদবী নিয়েই তাদের জীবন বাংলায় অতিবাহিত করতে থাকেন। গবেষণা বলেছে যে, বাংলার বসু পরিবার আর উত্তরপ্রদেশের শ্রীবাস্তব পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছে। সেই মত অনুযায়ী বচ্চন ও নেতাজির সম্পর্ক আত্মীয়তার। source

মুকুল বার করলো আরো এক নতুন তথ্য, শুরু হল আবার এক জল্পনা || Supravat.in

Image
বিশ্ব বাংলার নাম নিয়ে ব্যবসা জানালেনমুকুল রায়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর কথায় যথেষ্টই অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে তদন্ত হওয়া দরকার।বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিশ্ব বাংলা লোগো আর নাম আমার তৈরি। ২০১৩ সালে এই লোগো তৈরি করি। রাজ্য সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে দেওয়া হয়েছে।”বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবিকে কার্যত ‘মিথ্যা’ বলে বিজেপি নেতা মুকুল রায় প্রশ্ন তোলেন, ‘‘বিশ্ব বাংলা লোগো যদি মুখ্যমন্ত্রীর তৈরি হয়, তা হলে ২০১৩-র ২৬ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা লোগোর ট্রেডমার্কের জন্য আবেদন জানালেন কী ভাবে?’’ দেখুন সেই ভিডিওটি                                         

মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র নিজের পরিবারের স্বার্থরক্ষার্থেই বিশ্ব বাংলা লোগো তৈরি করেছেন ?

Image
মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র নিজের পরিবারের স্বার্থরক্ষার্থেই বিশ্ব বাংলা লোগো তৈরি করেছেন ?? তিনি কি পরিবার ছাড়া আর কিছুই বোঝেন না? বিশ্ব বাংলার মানুষ বলতে কি শুধু তার পরিবার কেই বোঝানো হয়?? মুখ্যমন্ত্রীর বিধানসভায় বসে বিশ্ব বাংলা লোগো ইস্যুতে এই প্রশ্ন তুলে ধরলেন বিজেপির মহিলা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপির নেতা মুকুল রায় রানি রাসমণি রোডের জনসভা থেকে অভিযোগ করেছিলেন যে, "বিশ্ব বাংলা লোগো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব মালিকানা হয়ে উঠেছে, সেটা আর রাজ্য সরকারের নেই।" এর পরিণতিতে সাংবাদিকদের ডেকে, এক বৈঠক আয়োজন করে মুকুল রায়কে মিথ্যা প্রমান করা হয়। এবং মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলাও করেন অভিষেক।অবশ্য এর উপযুক্ত পাল্টা জবাবও দিয়েছেন মুকুল রায়। টানা ১৯ দিন ধরে চলে আসছে এই বিতর্ক। মঙ্গলবার কোর্টে হাজিরা দিতে গিয়ে জানিয়েছেন (প্রায় হুমকিই বলা চলে) যে, "যদি মুকুল রায়ের এই অভিযোগ প্রমান হয়ে যায় তাহলে, তিনি আর রাজনীতির জগতে পা রাখবেন না। কিন্তু যদি এই অভিযোগ প্রমান না হয়, তাহলে মুকুল রায় কে বাংলা ছাড়তে হবে।এতদিন নিশ্চুপ থাকা মুখ্যমন্ত্রী শেষে মুখ খুললেন। তিনি বললেন, ...

২০০০ টাকার নোট নিয়ে RBI এর বড় সিদ্ধান্ত চিন্তায় ফেলবে আপনাকেও !

Image
দিল্লি: নোটগুলির প্রবর্তন এবং কালো টাকা বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের বছরে  ২০০০ টাকার  নোট বার করার এক বড় সিদ্ধান্ত সরকারের সাথে নিয়েছিল। আরবিআই এর এই সিদ্ধান্ত আপনার টেনশন বাড়তে পারে। প্রকৃতপক্ষে, সারা দেশ জুড়ে পরবর্তী তিন মাস RBI এর পাশাপাশি ২০০ এবং এর নিচে ছোট নোট শুধুমাত্র উপলব্ধ করা হবে। কেন এল RBI এই সিদ্ধান্ত আরবিআই এই সিদ্ধান্ত ২০০০ টাকা এর শোর্টেজ এবং এটিএম মধ্যে ২০০ এবং এর ছোট ছোট নোট না চলার কারণ আছে।আরবিআই বলছে যে এটিএম উপর নির্ভরতা কম পরবে। অন্যদিকে ছোট নোট আসলে  কালো ধনকেও লাগাম  লাগানো যাবে। উপলব্ধ ২০০০ এর নোট এটিএম  ফিড হবে। কিন্তু এখন পর্যন্ত ছোট মুদ্রা চালু করা যাবে না। ২০০০  টাকা বন্ধ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২০০০ টাকা  নোট বন্ধ করা হয়েছে এবং বর্তমান অর্থ বছরে তাদের এবং কোনও ছাপা হবে না ২০০০ টাকার নোটগুলির ওপর সরকারের পাশাপাশি সময়ব্যাপী বিবৃতি আসছে। এই বছর এপ্রিল মাসে সরকার দ্বারা রাজশাহীতে বলা হয় যে ২০০০ টাকা নোটের বিস্মরণকরণের কোন পরিকল্পনা নেই। আগস্টে অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন প্রশ্ন করা হয়েছিল যে কি সরক...

কলকাতায় বেশকিছু ব্লগারকে খুনের পরিকল্পনা আল-কায়েদা-র! জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্যকর তথ্য..

Image
কলকাতায় বেশকিছু ব্লগারকে খুন-এর ষড়যন্ত্র করেছে আল-কায়েদা। দিন কয়েক ধরে এসটিএফ-এর জালে ধরা পড়া তিন আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করে এমনই তথ্য সামনে এল। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, কলকাতার বুকে ১০ জন মুক্তমনা ব্লগারকে খুনের পরিকল্পনা এঁটেছিল আল-কায়েদার ছায়া সংগঠন আনসারুল্লা। এই ব্লগারদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি। তবে, জেরায় ধৃত জঙ্গিরা জানিয়েছে, কলকাতা শহরের এই ১০ ব্লগারকে খুন করা ছাড়াও তারা আরও ৭৫ জন ব্লগারকে খুনের পরিকল্পনা করেছিল। এই ৭৫ জন ব্লগার-ই বাংলাদেশের। শুক্রবার ভোররাতে শিয়ালদহের জগত সিনেমার কাছে একটি হোটেল থেকে গ্রেফতার হওয়া আল-কায়েদা জঙ্গি শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। তার কাছ থেকে মেলে ব্লগার-দের তালিকা। আর তাতেই মেলে কলকাতার ১০ ব্লগারের নাম। শাহাদাত-কে জেরা করে এসটিএফ আরও জেনেছে যে সম্প্রতি হাওড়াতে তার সাহায্য়েই ঘাঁটি গেড়েছিল আরও দুই আনসারুল্লা জঙ্গি। স্বপন বিশ্বাস এবং নয়ন গাজি নামে এই দুই জঙ্গি। বাংলাদেশে একাধিক ব্লগার খুনে এই দুজনেই অভিযুক্ত। শাহাদাতের সাহায্যেই স্বপন ও নয়ন গাজি সীমান্ত পেরিয়ে কলকাতায় এসেছিল। হাওড়ার ডবসন রোডের শিবা লজে এই দু'জ...

আবারও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ফুটবলারের মৃত্যু, এর জন্য কে দায়ী ?

Image
বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। শনিবার সকালে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ফুটবল খেলোয়াড় ভাস্কর ঘোষের (৩৬)। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে স্পষ্ট ভাবে ‘ডেঙ্গি’ শব্দটি লেখা রয়েছে।ভাস্করের বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দহের রবীন্দ্রপল্লিতে। তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে, দিন দশেক ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে স্থানীয় বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন। এর পর জানা যায়, ভাস্করের রক্তে অনুচক্রিকা (প্লেটলেট)-র পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশ কম। তাঁকে এর পর ব্যারাকপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়ওই নার্সিংহোমে থাকা অবস্থাতেই তাঁর শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি না হওয়ায়, ভাস্করকে কামারহাটিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেও রক্ত পরীক্ষা করে দেখা যায়, তাঁর রক্তে এনএস-১ পজিটিভ। ওই চিকিৎসার পরিকাঠামো না থাকায় ভাস্করকে অন্য কোথাও স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। এর পরেই তাঁর পরিবারের লোকজন ওই ফুটবলারকে নিয়ে পানিহাটির একটি নার্সিংহোমে ...

আবারও গুরুঙ্গে নিয়ে মতভেদ রাজ্য সরকারের, কেন জানুন..

Image
গুরুঙ্গের এই আবেদনে থামার কোনও ইচ্ছে অবশ্য বিনয়দের নেই। বিনয় এবং অনীত থাপা মিলে এক যৌথ বিবৃতিতে এ দিন জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর দার্জিলিঙের মারোয়াড়ি ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। তার আগের দিনই চকবাজারে দলীয় সমাবেশ থেকে শীর্ষ পর্যায়ে রদবদলের ইঙ্গিতও দেওয়া হবে বলে মোর্চা সূত্রে খবর। বিনয়-অনীতের আশা, ওই সমাবেশে চকবাজারে ভিড় উপচে পড়বে।দার্জিলিঙের সমাবেশ এবং মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকের দিন যত এগিয়ে আসছে, ততই পাহাড়বাসীর প্রতি করুণ আবেদন ঝরে পড়ছে বিমল গুরুঙ্গের গলায়। শুক্রবারও তিনি একটি অডিও বার্তায় আবেগমথিত গলায় সকলকে জানান, কেউ যেন বিনয় তামাঙ্গদের সভায় না যায়!সোমবারের বৈঠকেই মোর্চা প্রধানের পদ থেকে বিমলকে সরিয়ে বিনয়ের অভিষেক হওয়ার কথা। আর সেই দিন যত ঘনীয়ে আসছে, ততই সুর নরম করছেন বিমল। এ দিনও প্রায় কাঁদো কাঁদো গলায় পাহাড়বাসীদের প্রতি তাঁর আর্জি, ‘‘১৯ নভেম্বর কালা দিবস। পাহাড় থেকে ওরা (বিনয়-অনীত) বিমল গুরুঙ্গের নাম মুছতে চায়। তাই ওই সভায় কেউ যাবেন না।’’ নিজেকে বাজি রেখে এর পরে তাঁর ফের ঘোষণা, ‘‘আমি দ্রুত জনতার মাঝে আসব।’’ বিনয়-অনীতকে আক্রমণও করতে ছাড়েননি তিনি। কিন্তু গুরু...

ফের ধাক্কা কেরলের বাম সরকার, জমি কেলেঙ্কারিতে ইস্তফা কোন মন্ত্রীর জানুন...

Image
ফের ধাক্কা খেল কেরলের বাম সরকার। এক বছরের মধ্যে পদত্যাগ করতে হল পিনারায়ি বিজয়ন সরকারের তৃতীয় মন্ত্রীকে। জমি কেলেঙ্কারিতে নাম জড়ানো সত্ত্বেও মন্ত্রিত্ব ধরে রাখতে মরিয়া ছিলেন পরিবহণ মন্ত্রী টমাস চান্ডি। দুর্নীতির অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে রাজি ছিলেন না কেরল বিধানসভার সবচেয়ে ধনী এই সদস্য। বাদ সাধল হাইকোর্ট। নিজের সরকারকেই চ্যালেঞ্জ করছেন চান্ডি, ক্যাবিনেটের যৌথ দায়বদ্ধতা লঙ্ঘন করছেন তিনি— এই ভাষাতেই মঙ্গলবার পরিবহণ মন্ত্রীকে ভর্ৎসনা করেছে করেছে কেরল হাইকোর্ট। তার পরই আজ মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছেন টমাস চান্ডি। আলাপ্পুঝার জেলাশাসকের দেওয়া এক রিপোর্টেই টমাস চান্ডির বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ওই জেলায় ব্যাকওয়াটারের ধারে টমাস চান্ডির একটি রিসর্ট রয়েছে। তিরুঅনন্তপুরম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরবর্তী ওই রিসর্টের জন্য পার্কিং লট এবং একটি রাস্তা বানাতে পরিবহণ মন্ত্রী টমাস চান্ডি একটি জলাশয়ের পথ বদলে দিয়েছেন এবং একটি কৃষিজমিকে অবৈধ ভাবে দখল করেছেন বলে গত মাসে দেওয়া ওই রিপোর্টে জানান জেলাশাসক।জেলাশাসকের রিপোর্ট মানতে চাননি মন্ত্রী। তিনি হাইকোর্টে এই রিপোর্টকে চ্যালে...

breaking news - কার জন্য মমতা ব্যানার্জি লন্ডনে বাড়ি কিনতে চলেছে ? বিস্তারিত জানুন।

Image
1912 সালে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনের একটি বাড়িতে কয়েক মাস অতিবাহিত করেন এবং তাঁর বিখ্যাত 'গীতাঞ্জলি' অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর কাজকে ভালোবাসার জন্য ঘরটি কিনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রিপোর্ট করা হলে বিশ্বাস করা হয়, তৃণমূল কংগ্রেস প্রধান উত্তর লন্ডনে হ্যামস্টেড হিথের হিথ ভিলাস কেনার জন্য আগ্রহী এবং এটি একটি মিউজিয়াম-কম-স্মারক রূপে রূপান্তর করে।লন্ডনের একটি ঘন্টার বেশি সময় ধরে এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার, দিনাথ পাটনাককে অভিনন্দন জানান। তিনি বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন।ঘরটি 2.7 মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি খরচ পরবে বলে জানা গেছে, এবং এই স্থানেই রবীন্দ্রনাথ তাঁর সংগীতগ্রন্থ গীতাঞ্জলির অনুবাদ করেন, যা 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।এদিকে, ব্রিটেনে উইম্বলডনে সিদ্ধার্থ নিবেদিতার ঘরকে ঐতিহ্যবাহী স্থানের তালিকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের জন্য রবিবার অনুষ্ঠিত হয় এবং বেনজির এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

রাহুলের ভাসনের জবাবে সম্বিত পাত্র যা বললেন শুনলে আপনারও হেসে হেসে পেট ছিরে যাবে..

Image
কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, যিনি বারবার তাঁর বক্তব্যের কারণে সবার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন, তিনি আবারও এক কান্ড করলেন, হিমাচল এর নির্বাচনের দিকে দৃষ্টিপাত করে রাহুল এর বক্তব দিনের পর দিন বিজেপি সরকারকে ইঙ্গিত করেই করছেন তিনি। তিনি ভারত সরকারের মেড ইন ইন্ডিয়া প্রকল্প কে ছোট করার ইঙ্গিত নিয়েই প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি নিজেই হাসির পাত্র হলেন,এই সময় তার বিরোধতা এবং বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জবাব দেন। প্রকৃতপক্ষে, হিমাচলে একটি বক্তিতায় রাহুল বলেছিলেন, আমি সেই দিনগুলি দেখতে চাই, যখন চীনা তরুণরা সেলফি নিলে ভারতের একটি ছেলের রোজগার হবে । টুইটারে সম্বিত পাত্র                                তিনি এমনি কান্ড করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনে, একটি সভায় তিনি বলেন তিনি চাইবেন যখন একজন ভারতীয় ব্যক্তি বিদেশে সাধারণ মানুষকে কিনে নেয়, তার সাথে বলেন উত্তরপ্রদেশকে তৈরী করবে বিদেশে লখনৌ বানানে সারা দেশে এমন আবোলতাবোল বক্তিতা দিতে দিতে তিনি বুজতে পারেন তিনি ভুল ভাল বলছেন তার পর এই নিয়ে তিনি ক্ষমাও চান,সভায় বসে থা...

কলকাতায় বোমা হামলার এক চাঞ্চল্যকর রহস্য দেখুন..

Image
একটি বোমার হুমকি পত্রের পর মঙ্গলবার কলকাতার একটি বিমানবন্দরে একটি দিল্লী-কলকাতা গামী  ফ্লাইট জি 827 এ জরুরি লেন্ড করে।সরকারি সূত্র জানায়, বিমানটি জি 8-127 কলকাতার বিমানবন্দরে সকাল সাড়ে 9 টায় লেন্ড  করে। পাইলট ও কর্তৃপক্ষরা বোমা হামলার ব্যাপারে স্থল কর্তৃপক্ষকে জানায়।বিমানটি এয়ারপোর্টে একটি বিচ্ছিন্ন জায়গায়  নিয়ে যাওয়া হয়। এরপর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয়।একটি বোমা হুমকি নির্ধারণ কমিটি পরে হ্যাক হিসাবে হুমকি ঘোষিত, কর্মকর্তারা বলেন। এদিকে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর অন্য একটি ঘটনায় মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। জেট এয়ারওয়েজের মুম্বাই-দিল্লি ফ্লাইটটি 30 অক্টোবর আহমেদাবাদের একটি নিরাপত্তার হুমকির কারণে হস্তান্তর করা হয়েছে।এনআইএ অফিসার বলেন, এ মামলাটি এজেন্সি কর্তৃক গ্রহণ করা হয়, কারণ গুজরাত পুলিশ অ্যান্টি-হাইজ্যাকিং আইনের অধীনে মামলাটি নিবন্ধন করেছে এবং আইপিএলের একটি মুম্বাইয়ের হীরক ব্যবসায়ী বীরু কিশোর সল্লাকে গ্রেফতার করেছে। বিমানের টয়লেটে একটি হাইজ্যাক এবং বোমার হুমকি সম্পর্কে একটি চিঠির সতর্কবার্তা দেওয়ার পর বিমানের 9-এ-339 উড়...

Breaking News - মোবাইল ব্যাবহার কারীদের জন্য কোর্টের বড় সিদ্ধান্ত,জেনে নিন এই নিয়ম...

Image
আপনার মোবাইল ফোন কোম্পানি ও ব্যাঙ্ক আপনাকে প্রায় আপনাকে ম্যাসেজ করে থাকে ফোন নাম্বার বা ব্যাঙ্কএর সাথে আধার লিংক করানোর জন্য তাহলে সেটা আপনার জন্য ভালো।কারণ সুপ্রিম কোর্ট এই সমস্ত ব্যাঙ্ক ও কোম্পানিকে কল এবং ম্যাসেজএর মাধ্যমে জনগণের কাছে সঠিক খবর পৌঁছানোর নির্দেশ দেন।আশ্চর্যের বিষয় হলো যে সুপ্রিমকোর্টএর বিচারক নিজে এই ধরণের কল ও ম্যাসেজ দ্বারা বিরক্ত হন।সুপ্রিম কোর্ট আধার আইনের সাংবিধানিক বৈধতা ও আধারের সাথে নাম্বারের যুক্তিকরণ নিয়ে কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন।নভেম্বরের শেষ সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে।বেঞ্চ বলে টেলিকম পরিষেবা ও ব্যাঙ্ককে তাদের গ্রহকদের সঠিক ভাবে আধার লিংকের শেষ সময় ও দিন জানিয়ে দিতে হবে।ব্যাঙ্ক ও টেলিকমের আধারলিংকের শেষ তারিখ যথাক্রমে ৩১সে ডিসেম্বর ২০১৭ ও ৬ ফেব্রুয়ারি ২০১৮।অন্যদিকে কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে যেখানে বলা হয়েছে, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে ফোন নাম্বার ও ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধারের লিংক করতে হবে।যিনি করবেন না তিনি মোবাইল পরিষেবা থেকে ব্যাহত হবেন এবং উনাকে নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে। তবে মোবাইল নাম্বারের সাথে কেন যুক্ত করতে হব...

মোদীজীর বানিজ্যিক পদ্ধতিকে সালুট জানিয়ে বিশ্ব ব্যাঙ্ক ফাস করলো এক চাঞ্চল্যকর তথ্য যা বিরোধীদের চমকে দেবে।

Image
ভারতবর্ষের মাথাপিছু আয় বেড়েছে, বিশ্বব্যাংকের সিইও ক্রিশ্চিলিনা জর্জিভা বলেছেন যে তিনি কোন সন্দেহ নেই যে 2047 সালের মধ্যে ভারত একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে যখন এটি স্বাধীনতার শতকরা শতকের স্বাধীনতার সমাপ্তি ঘটবে। "গত তিন দশক ধরে, ভারতের মাথাপিছু আয়ের চতুর্থাংশ বেড়েছে। 2047 সালে ভারতের স্বাধীনতার শতকে আঘাত হানতে হলে ভারতের কোনও সন্দেহ নেই, এটি একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হবে," জর্জিয়াভ বলেন, ভারতের ব্যবসায়িক সংস্কার প্রভাষী ভারতীয় কেন্দ্র এ সম্মেলন এখানে।জর্জিভিয়া 2017 সালে 30 র্যাঙ্ক হ্রাসের জন্য ভারতকে প্রশংসা করেন, যা ব্যবসার সহজলভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় লিপ। "আমরা একটি খুব চিত্তাকর্ষক কৃতিত্ব উদযাপন করতে এখানে এসেছি। ব্যবসা করার স্বার্থে ইতিহাসের 15 বছর ধরে, এক বছরের মধ্যে 30-র্যাঙ্কের এই ধরনের লাফানো খুব বিরল। ক্রিকেটে, আমি বুঝতে পারি যে শতকে আঘাত করা একটি বড় ব্যাপার মাইলফলক।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার "উচ্চ পর্যায়ের মালিকানা" প্রচেষ্টার প্রশংসা করেন এবং "সংস্কারের চ্যাম্পিয়নশিপ" করেছেন যা ব্যবসাতে সহজে ভারতে এমন একটি ...

দুর্নীতির বিরুদ্ধে যোগীর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক , কিভাবে জানলে চমকে যাবেন...

Image
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 7 মাস আগে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দুর্নীতির জন্য শূন্য সহনশীলতার কথা বলেন। প্রধানমন্ত্রীর যোগী খারেও এই বিষয়ে অবতরণ করেছেন। দুর্নীতির উপর তার সর্বশেষ পদক্ষেপ নিন। সংবাদ যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, দুর্নীতি ও রাষ্ট্র অনিয়মের কারণ বেশি 550 কর্মকর্তা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে 250-260 কর্মকর্তা ও কর্মচারী আজ কর্ম বিভাগের চেয়ে বড় অর্ডার। তাদের ভিআরএস দেওয়া হচ্ছে কর্মসংস্থানের অভাব এবং অভাবের কারণে পদ্মা সেতুতে দুর্নীতির কারণে 550 জন কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগ দেয়।উপ-মন্ত্রী কেওশভ প্রসাদ মৌর্য একটি পাবলিক কর্মবিভাগ বিভাগ (পিডব্লুডি) বিভাগ আছে। এই প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নিকৃষ্ট প্রকৌশলী রয়েছে। এছাড়াও তিনি বিভাগ থেকে বেরিয়ে আসছেন। একই সময়ে, প্রায় 260-270 কর্মকর্তা জোরপূর্বক অবসর (ভিআরএস) এর অধীন হবে। এই বিষয়ে পি.এড.ডব্লিউডি ইউপি প্রধান সচিব রাজিব কুমার এবং সিএম যোগি আদিত্যনাথের কর্মকাণ্ডের তথ্য পাঠিয়েছে। 392 টি পিডব্লিউডি'র নির্বাহী প্রকৌশলীকে স্ক্রিনড করা হয়েছ...