Posts

Showing posts with the label পঞ্চায়েত নির্বাচন

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

Image
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।   জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন। গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

পঞ্চায়েতের আগেই বিজেপির বড়সড় রদবদল যা শুনলে আপনিও চমকাবেন..

Image
রাজ্যে উপনির্বাচনের সময় থেকেই বিজেপিতে রদবদল নিয়ে নানা জল্পনা চলছে। বর্তমান সরকারকে কড়া জবাব দিতে তৈরী হচ্ছে বিজেপি । বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র মধ্যে গোপন বৈঠক হয়। সেই বৈঠকেই মঞ্জুদেবী বিজেপির টিকিটে নোয়াপাড়া উপনির্বাচনে প্রার্থী হবেন বলে কথা দেন বলে মুকুল-কৈলাশ দাবি করেন।   তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত একজন সৈনিক এবার তাকে নিয়েই কড়া জবাব দিতে চলেছে বিজেপি বলছে রাজনৈতিক মহল । পঞ্চায়েত নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদলে শুরু হয়েছে। বিজেপি চায় বাংলায় উন্নতি চরম শিকড়ে নিয়ে যেতে ও তার সাথে ধর্মীও রাজনীতি বন্ধ করতে । এবার দেখার পালা কি হয়  পঞ্চায়েত নির্বাচনে । Anandabazar Patrika