Posts

Showing posts with the label অতঙ্গবাদী

বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক আতঙ্কবাদী সঘঠনে যুক্ত..

Image
হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) কৃতি গবেষক! আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ৩ জানুয়ারি বাড়ি ফেরার নাম করে বেরিয়েছিলেন কিন্তু তিনি যে বাড়ি ফেরেননি, তা তার পরিবারের সদস্য জানায়। হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক! সংবাদমাধ্যম সূত্রে খবর, এএমইউ-এর ভূতত্ত্ব বিভাগের গবেষক মান্নান ওয়ানি যোগ দিয়েছেন হিজবুল জঙ্গি সংগঠনে।৪ জানুয়ারি থেকে ওর ফোনে কোনও যোগাযোগ করা যাচ্ছিল না। মান্নানের ভাই মুবাশির আহমেদ, পেশায় জুনিয়র ইঞ্জিনিয়ার, বলেন, প্রথমে ভেবেছিলাম, কোনও কারণে হয়ত ফোন সুইচ অফ হয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ ওর সঙ্গে যোগাযোগ না হওয়ায় পুলিসে নিখোঁজ ডায়েরি করা হয়।একটি এক-৪৭ রাইফেল সহ মান্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।সূত্রের খবর সক্রিয় ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন মান্নান ওয়ানি।