Posts

Showing posts with the label নরেন্দ্রমোদি

ভোট দেওয়ার আগে ভিড়ের মধ্যে নরেন্দ্র মোদিজি হটাৎ এমন কাজ করলেন দেখলে ...

Image
গুজরাত নির্বাচনে ৯৩ টি আসনে ভোটগ্রহণ গত কাল ছিল, গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও ভোট ছিল, তাই তিনি গুজরাট এ ভোট দিতে গিয়ে এক VIP কালচার বন্ধ করলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক VIP ভোটার ছিলেন তার গরিমা না করে তিনি সাধারণ মানুসের মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন,এমন কালচার প্রধানমন্ত্রী প্রথম থাকেই ছিল তিনি ২০১৪ লোকসভা ভোটেও সাধারণ মানুষর মতো লাইনে দাড়িয়ে ভোট দিয়েছিলেন । গত কাল তিনি যখন গাড়ি থেকে নাবেন তখন সামনে তার বড় ভাই সোমবাহী মোদীকে দেখতে পেয়ে সুরক্ষা চৌকো ভেঙ্গে তিনি তার পা ধরে নমস্কার করেন এবং    আশীর্বাদ  করেন তার দাদা । source

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন গুপ্ত অস্ত্র দিলেন,দেখুন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনাকে এক নতুন প্রযুক্তির সাবমেরিন দিলেন,যা PM মোদী গত এক বছরের মধ্যে তৈরী করেছিলেন,আজ তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই, জাতির উদ্দেশে এই সাবমেরিনকে উৎসর্গ করে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এটি হল ‘মেক ইন ইন্ডিয়া’র একটি উৎকৃষ্ট উদাহরণ। এতে দেশের নৌসেনা আরও শাক্তিশালী হবে। ভারতীয় নৌসেনায় যাত্রা শুরু করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন আইএনএস কলবরি। বৃহস্পতিবার মুম্বইয়ের নৌবন্দরে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নৌসেনার এক শীর্ষকর্তা জানিয়েছেন, আইএনএস কলবরি হল নন-নিউক্লিয়ার সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন হলেও এটি নিঃশব্দে জলের তলায় চলতে পারে। ১২.৩ মিটার উচ্চতার এই সাবমেরিনটি ৬৭.৫ মিটার দীর্ঘ।প্রজেক্ট ৭৫’-এর অঙ্গ হিসেবে ভারতীয় নৌসেনার জন্য এ রকম ছ’টি স্করপেন ক্লাস সাবমেরিন তৈরির বরাত পেয়েছে সংস্থাটি। আগামী ২০২০ সালের মধ্যে এ ধরনের আরও পাঁচটি সাবমেরিন যুক্ত হবে ভারতীয় নৌসেনা বাহিনীতে। 24 ghanta live news

রামের অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলতেন তাদের মুখ পুড়লো।রাম সেতুর নিয়ে ভাইরাল নাসার ভিডিও।

Image
রামসেতু অর্থাৎ যে  সেতু দ্বারা রামায়ণকালে দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কাকে যুক্ত করা হয়েছিল।মহাকাব্য অনুসারে এই সেতু নির্মাণ করেছিলেন হনুমান এবং ভগবান রামের বিশাল সেনা সীতামাকে সমুদ্র পেরিয়ে উদ্ধার করে আনার জন্য। যদিও এই বিষয় নিয়ে তর্ক হয়েছে বহুবার ,কিছু বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ফায়দা উঠবার জন্য সরাসরি তো এমনও মন্তব্য করেছেন যে রাম সেতু কেন রামেরও কোনো অস্তিত্ব ছিল না।কিন্তু হিন্দুত্ববাদীরা বরাবরই মনে প্রাণে বিশ্বাস করেএসেছেন যে পৃথিবীর সবচেয়ে পুরানো ধর্ম তথা হিন্দু ধর্মে রামের ভগবান অস্তিত ছিল।যাইহোক রামভক্তরাই জয়ী হলেন আরো একবার প্রমান করে যে হিন্দু ধর্ম যতটাই পুরানো ততটাই বিজ্ঞানসম্মত ।আসলে NASA এর তরফে জানানো হয়েছে রাম সেতুর অস্তিত্ব কোনো মিথ্যা নয় এটা ধ্রুব সত্য।এই সম্পর্কিত একটা ভিডিও প্রকাশ করেছে তারা।নাসা এটাও নিশ্চিত করেছে যে রামসেতু হাতে তৈরীকরা এবং সেতুটি কোনো মহামানবের দ্বারা তৈরি ।সবচেয়ে আশ্চর্যকর বিষয় সেতু নির্মাণে ব্যাবহৃত ই ধরণের পাথর ওই এলাকায় পাওয়া যাই না এবং পাথর গুলির বয়স পাথরের নিচে থাকা বালির থেকে বেশি অর্থাৎ পাথর গুলির বয়স ৭০০০ বয়স যেখানে তার নিচে থাকা বা...

বিজেপি শাসিত এই রাজ্যে কালো টাকা উদ্ধারে বড় সাফল্য সরকারের..

Image
কালো টাকা এখুন ও যে পরিমানে বেরচ্ছে তার প্রমান পাওয়া গেল আবার গুজরাট থেকে,এখুন গুজরাট  বিধানসভা নির্বাচনের প্রথমপর্বের নির্বাচনের মধ্যেই গুজরাটের  ভারুচে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। এই টাকা ভারুচের এক দফতর থেকে উদ্ধার হয়েছে বলে খবর। দেশে কালো টাকা উদ্ধারে এটি একটি বড় ঘটনা বলে দাবি বিশেষজ্ঞদের।                   আরও পড়ুন   ~  ফের দেশবাসীর জন্য সুখবর মোদী সরকারের নীতি, কি বলছে রাষ্ট্রসঙ্ঘ রিপোর্টে দেখুন.. এখুন সূত্র মারফৎ খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভনিউ ইন্টালিজেন্স ভারুচের ওই অফিস চত্বরে পৌঁছলে, সেখান থেকে বাতিল হওয়া ৫০০ টাকার নোট ও ১০০০ টাকার নোটের নতুন নোটের বেশ কয়েকটি বান্ডিল পাওয়া যায়।                  আরও পড়ুন   ~  দেখেনিন বিরাটের গোপন বিয়ের কিছু ফটো.. এই কাণ্ডের সাথে যেই জড়িয়ে থাকুক  তাঁর বিরদ্ধে স্পেসিফায়েড ব্য়াঙ্ক নোটস অ্যাক্ট ২০১৭ এর আওতায় ৫ ও ৭ ধারায় মামলা লাগু হবে। উল্লেখ্য, উদ্ধার হওয়া নোটির অঙ্ক ৪৮.৯১ কোটি টাকা। অভিযুক্তকে এই টাকার অঙ্কের পাঁচগুণ থেকে...

ফের দেশবাসীর জন্য সুখবর মোদী সরকারের নীতি, কি বলছে রাষ্ট্রসঙ্ঘ রিপোর্টে দেখুন..

Image
নরেন্দ্র মোদী সরকারকে রাষ্ট্র্রসঙ্ঘ গুজরাটের দ্বিতীয় দফা ভোটের আগেই দিল একটি সুখবর। রাষ্ট্রসঙ্ঘের অনুমান আগামী বছর রাজস্ব ঘাটতি ৩.২ শতাংশে সীমিত থাকবে। রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী, ২০১৮-এ আর্থিক বৃদ্ধির হার হবে ৭.২ শতাংশ এবং ২০১৯-এ বৃদ্ধি হবে ৭.৪ শতাংশ। মোদী বিরোধীরা নোটবাতিল ও জিএসটিকে হাতিয়ার বানিয়ে গুজরাট ভোটের প্রচারে নেমেছিল।         আরও পড়ুন   ~  শেসে ভগবানের দরজা মনমোহনকে, কেন পড়ুন.. কিন্তু সে গুড়ে বলি। রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা, ভারতের অর্থনীতিতে এই দুই সংস্কার ইতিমধ্যেই প্রভাব ফেলেছে। সারাবিশ্বের আর্থিক ব্যবস্থা নিয়ে রাষ্ট্রসঙ্ঘ যে রিপোর্ট তৈরি করেছে, তাতে ধরা পড়েছে ভারতের আর্থিক ব্যবস্থার যে পরিকাঠামোগত সংস্কার মোদী করেছে, তাতে বিনিয়োগ তো বেড়েছেই, আবার সাধারণ মানুষ মুক্তহস্তে নিজের জন্য মুক্তহস্তে খরচও করতে পারছে।     আরো পড়ুন ~    দেখেনিন বিরাটের গোপন বিয়ের কিছু ফটো..

আজ PM মোদীর এক নতুন চমক জেনেনিন..

Image
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাবম্মতি নদীর তীরে আসবেন এবং এক নতুন সুবিধা দেশ বাসী সাথে সাথে গুজরাট কেও দেবেন, তিনি একটি সমুদ্রপৃষ্ঠে চলা উড়োজাহাজ উদ্বোদন করবেন যেটা জল ও আকাশ দুই পথেই চলতে পারবে,এই উড়োজাহাজ তিনি সাবম্মতি নদীতে চালাবেন,এর আগে এমন দেশে কখনো হয়নি এই প্রথম এমন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি মনে করেন এর ফলে গুজরাটে টুরিস্ট আরো উন্নতি হবে,এমনিতেও গুজরাট টুরিস্ট সারা দেশ এর মধ্যে সব থেকে বিখ্যাত, আজ তিনি এই উড়োজাহাজ উদ্বোধন করে উত্তর গুজরাটের শ্রদ্ধাঞ্জিত অম্বাজি মন্দিরের দিকে রহনা দেবেন, মোদী আজ বৃহস্পতিবার নির্বাচন মঞ্চে অনুষ্ঠিত হবে, যেখানে মেহসানায় এক সমাবেশে ভাষণ দিয়ে মোদী গুজরাটের বিধানসভা নির্বাচনের জন্য তার মাসব্যাপী উচ্চ-ডেসিবেল প্রচারণা শেষ করেছেন। রাহুল গান্ধী ও কংগ্রেস উভয়েরই প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ট্র্যাফিক পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে গুজরাট নির্বাচনে রোড সো রাখার অনুমতি না পায়নি।

মোদীজী হটাৎ টুইট করে যুবরাজ রাহুলকে দিলেন ছোট্ট ধামাকা !!

Image
রাহুল যতই মোদিকে অপমান করছে মোদী ততই রাহুল এর দীর্ঘ জীবনের জন্য মঙ্গল কামনা করছেন, আজ এর প্রমান দিলেন প্রধানমন্ত্রী নিজেই, ১৯ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সনিয়াই দলের সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন। কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সর্বসম্মতভাবে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী। তাঁকে কেউ চ্যালেঞ্জ করেননি। কোনও চ্যালেঞ্জ ছাড়াই দলের সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি।  কিন্তু, গুজরাত ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস।এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে টুইট করে সুবেচ্ছা যানান,তিনি টুইটে লেখেন কংগ্রেস এর নতুন যুব সভাপতিকে সাগত,তার দীর্ঘ জীবনের পার্থনা করেন এবং তার সাথে তিটি সুবেচ্ছা ও ভালবাসা দেন, দেখুন সেই টুইট, দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সনিয়া গাঁধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। কিন্তু, রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। পূর্ব ঘোষণা ছিল, প্রার্...

Big Breaking - এদিকে ভারতীয় সেনারা গুলি খাচ্ছে , ওদিকে কংগ্রেস নেতারা পাকিস্তানিদের সাথে...

Image
গুজরাটে বিজেপিকে হারাতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে কনগ্রেস গোপন সূত্রে খবর জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদী,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রস্ন তোলেন, এই প্রসঙ্গ ওঠার মূল কারণ  হলো কনগ্রেস নেতা মনিশংকর,তিনি এক গোপন মিটিং করেন যেখানে পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এক পাকিস্তান নেতা, এমন কি দরকার পড়ল যার জন্য পাক হাই কমিসন কে নিয়ে কনগ্রেসকে মিটিং করতে হলো,বর্তমান সরকার কে না জানিয়ে এক গোপন মিটিং এর মানে কি, ভারতীয় সেনারা রোজ দেশ এর  জন্য জীবন দিচ্ছে, এর এ দিকে কংগ্রেস নিজের আখেল গোছানোর জন্য নিজের দেশকে পাকিস্তান এর মতো এক অতঙ্গবাদী দেশের সাহায্য নিচ্ছে এই গুজরাট বিধানসভা নির্বাচনে, রাজনীতির সুখ নিতে কি এবার ভারত বিরোধী দেশের সাহায্য নিতে হবে? এমন প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন মোদী, তার পর থেকেই রাজনৈতিক মহল এই নিয়ে খুব গরম, বিজেপি মনে করছে গুজরাট ভোটে জেতার জন্যই এমন কান্ড করছে কনগ্রেস, ধীরে ধীরে দেশ থেকে যে হারে কনগ্রেস নিজের ক্ষমতা হারছে তার জন্যই কি এমন কান্ড,এক দিকে ভারতীয় সেনারা দেশ এর জন্য মরছেন, আর একদিকে দেশে থেকে দেশের নুন খেয়ে দেশের বির...

কি যুগ এলো - এবার মোদিকে ভোটে হারানোর জন্য বিরোধীদের হয়ে বলছে পাকিস্তান !

Image
পাকিস্তানের হস্তক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাতিয়ার করেছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের বাড়িতে গোপন বৈঠক প্রসঙ্গ। গুজরাটে বিজেপিকে হারাতে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে কনগ্রেস গোপন সূত্রে খবর জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদী,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রস্ন তোলেন, এই প্রসঙ্গ ওঠার মূল কারণ , হলো কনগ্রেস নেতা মনিশংকর,তিনি এক গোপন মিটিং করেন যেখানে পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এক পাকিস্তান নেতা, এমন কি দরকার পড়ল যার জন্য পাক হাই কমিসন কে নিয়ে কনগ্রেসকে মিটিং করতে হলো,বর্তমান সরকার কে না জানিয়ে এক গোপন মিটিং এর মানে কি ? রাজনৈতিক মহল এই নিয়ে খুব গরম, বিজেপি মনে করছে গুজরাট ভোটে জেতার জন্যই এমন কান্ড করছে কনগ্রেস, ধীরে ধীরে দেশ থেকে যে হারে কনগ্রেস নিজের ক্ষমতা হারছে তার জন্যই কি এমন কান্ড,এক দিকে ভারতীয় সেনারা দেশ এর জন্য মরছেন, আর একদিকে দেশে থেকে দেশের নুন খেয়ে দেশের বিরুদ্ধে মিটিং করছে এমন করা প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মন্দির না মসজিদ কী চায় অযোধ্যার বাসিন্দারা ?

Image
অযোধ্যা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সরযূ নদীর নতুন ঘাটে যখন গিয়েছিলাম, তখন বেলা প্রায় দুটো বাজে। বেশ রোদ রয়েছে। শীতের আমেজের মধ্যে হাল্কা রোদে ঘোরাঘুরি করছিল কয়েকজন অল্পবয়সী ছেলে-মেয়ে। তাদের দেখেই কথাটা মাথায় এসেছিল, এই যে ৬ ডিসেম্বর হলেই অযোধ্যায় প্রচুর মিডিয়া কর্মী ভিড় করে জমা হন - কীভাবে দেখে এই কিশোর - তরুণরা?শুধুমাত্র খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেলেই এ নিয়ে বিতর্ক দেখতে পাই," বলছিল সুধাংশু মিশ্র। মন্দির-মসজিদ নিয়ে যে আইনি লড়াই, সে বিষয়েও সুধাংশু খুব একটা কিছু জানে না। শুধু জানে যে বছর পচিশের আগে করসেবকরা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল।  সে অবশ্য এটা বোঝে যে বাইরের কিছু নেতাই এই সমস্যার সমাধান চান না।দেবেশ নামের আরেক ছাত্র বলছিল যে অযোধ্যার বাসিন্দা হয়েও সে কখনও রাম জন্মভূমি পরিসরে যায় নি।  হাতে গোটাকয়েক খাতা নিয়ে কলেজ থেকে ফিরছিল সুধাংশু রঞ্জন মিশ্র। একটু হেসেই সে বলছিল, "আমার তো খেয়ালই ছিল না ৬ ডিসেম্বর তারিখটা।" সুধাংশু বি এস সি প্রথম বর্ষে পড়াশোনা করে। ও অযোধ্যার সেই প্রজন্মের কিশোর, যাদের জন্ম হয়েছে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে।...

মোদী গর্জন চাপে ফেললো কংগ্রেসকে! কি বললেন মোদী অবশ্যই জানুন।

Image
বিশ্বের সব থেকে লোক প্রিয় প্রধানমন্ত্রীর পপুলারিটি এক্ষুন ও অনেক আছে,আজ বিরোধীদের বিরুদ্ধে যে  গর্জন করেছেন তা  গুজরাট ভোটে বিজেপিকে যেটাতে সাহায্য করবে, আজ সোনা গেল মঞ্চ থেকে গর্জন,আজ  গুজরাট সুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোনার জন্য যে পরিমানে ভির উভরে পরেছিল তাতে মনে করা যায় বিজেপি ক্ষমতা এবং তার সাথে নরেন্দ্র মোদীর ক্ষমতা, আর টানা ২২ বছর বিজেপি-র হাতে থাকা নিজের রাজ্য গুজরাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ‘মডেল’ হিসেবে তুলে ধরলেন উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পুর ও নগর পঞ্চায়েত ভোটের ফলাফল দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন উত্তরপ্রদেশই ভাইব্র্যান্ট আপাতত শাসক দল বিজেপি-র কাছে! যেখানে একেবারেই ধরাশায়ী হয়েছে কংগ্রেস।এর পরেই আসে মোদীর খোঁচা, ‘‘কংগ্রেসকে হাড়ে হাড়ে চেনে উত্তরপ্রদেশ।  গুজরাতও চেনে!’’ দু’দিনে দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্রে ৭টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। গুজরাতে এত দিন বিজেপি’র ভোট ব্যাঙ্ক ছিলেন যে পটেল সম্প্রদায় বা পাতিদাররা, তাঁদের একটি বড় অংশের মানুষ থাকেন সৌরাষ্ট্রে। হার্দিক পটেলের সৌজন্যে যে পাতিদার ভোট নিয়ে এ বার ভাবতেই হচ্...

ইন্দিরা গান্ধীর নীতিতে করা জবাব PM মোদীর, দেখুন এই রাজনৈতিক মহলের গরম প্রতিবেদনটি..

Image
কয়েকমাস আগে রাহুল গুজরাতে যাওয়ার পর থেকেই যেন রণডঙ্কা বেজে গিয়েছে মোদীর নিজের রাজ্যে। গতকালও একইদিনে পরপর চারটি প্রচারসভা করে গিয়েছেন মোদী। রাহুলের মোকাবিলা করতে গিয়ে এখন প্রধানমন্ত্রীর মুখে শুধুই গুজরাতি ভাষা, সেই সঙ্গে বারবার উঠে আসছে তাঁর ‘ভূমিপুত্র’ প্রসঙ্গও। ছেড়ে দেওয়ার বান্দা নন কেউই, গুজরাতের ভোটের প্রচার দেখে তা টের পাওয়া যাচ্ছে বিলক্ষণ। আক্রমণ ও পাল্টা আক্রমণ হানতে রীতিমতো অস্ত্র শানিয়ে মাঠে নেমেছে দু’পক্ষই। গতকাল প্রধানমন্ত্রী কে জিএসটি খোঁচায় বিঁধেছিলেন  রাহুল গান্ধী। ‘গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’কে ফের ‘গব্বর সিংহ ট্যাক্স’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। সেই কটাক্ষের জবাবে বুধবার মোরবির জনসভা থেকে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে মোদী বলেন, ‘‘দেশকে যাঁরা লুঠ করেছেন, ডাকাতির কথা তো তাঁদের মনেই আসবে।’’ তবে এখানেই শেষ নয়। কংগ্রেস যে কোনওদিনই মোরবির মানুষদের কথা ভাবেনি, ইন্দিরা গাঁধীর প্রসঙ্গ টেনে চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিতে চাইলেন প্রধানমন্ত্রী। কয়েক দশক আগে একটি সাময়িকপত্রে প্রকাশিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর একটি ছবির কথা মনে করিয়ে দিলেন। সেখানে দেখা গিয়েছিল, মোর...

চীন ও পাকিস্তানের চাপ, ভারত ও আমেরিকা সত্যিকারের বন্ধু প্রমান করলেন PM মোদী..

Image
ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ এত সুদৃশ্য কোনও দিন ছিল না। হায়দরাবাদে পা রেখেই মন্তব্য ইভাঙ্কা ট্রাম্পের। বিশ্ব শিল্পোদ্যোগী সম্মেলনে (জিইএস-২০১৭) যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা অন্যতম প্রধান পরামর্শদাতা ইভাঙ্কা। এর আগেও ভারত সফরে এসেছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মেয়ে বা অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। ৩৫০ জনের মার্কিন প্রতিনিধি দল নিয়ে জিইএস-২০১৭-তে যোগ দিচ্ছেন ইভাঙ্কা। সম্মেলন শুরু আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে। উদ্বোধনী ভাষণে জানালেন, হায়দরাবাদের মতো একটা ঐতিহাসিক শহরকে তথ্যপ্রযুক্তির মহানগরীতে পরিণত হতে দেখে তিনি অভিভূত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ইভাঙ্কার বৈঠক নির্ধারিতই ছিল। জিইএস-২০১৭-তে যোগ দেওয়ার আগে এ দিন সেই বৈঠক হয়।  ভারত-মার্কিন বাণিজ্যিক আদান-প্রদান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েই মোদীর সঙ্গে ইভাঙ্কার আলোচনা হয় বলে খবর। প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ইভাঙ্কাই সবচেয়ে প্রভাবশালী। তাই হোয়াইট হাউজে ইভাঙ্কা ট্রাম্প একটি অ...

এক্সক্লুসিভ: গুজরাট নির্বাচনে অমিত শাহের করা জবাব, যা বিরোধীদের চিন্তায় ফেলবে..

Image
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ আজ এক সম্বেলনে তিনি বলেন গুজরাট বিধানসভার নির্বাচনে ১৫০ টি আসন বিজেপি জিতবেই, গুজরাটের শীর্ষ সম্মেলনের জহির সম্পাদক-ইন-চিফ সুধীর চৌধুরীর সঙ্গে কথা বললে শাহ বলেন, যদি বিজেপি জয়লাভ করে তবে সংখ্যা ১৬০ এর বেশি হতে পারে। "গত তিন বছরে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে এবং ২০১৪ সাল থেকে আমরা সারা ভারতে সংখ্যায় পেয়েছি ... যদি আমরা জয়লাভের ধারাবাহিকতা বজায় রাখি, আমরা ১৫০ টি আসন কম পাবে না, যা আদর্শভাবে ১৬০ এর বেশি হতে হবে," শাহ। গুজরাটের ক্ষমতাসীনরাও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণের সুযোগ করে দিয়েছিলেন, তিনি উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিষয়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। "রাহুল গান্ধী আসছেন এবং গুজরাটে কর্মসংস্থান সম্পর্কে কথা বলছেন, আর আমেথিতে লোকেরা চাকরির জন্য গুজরাট আসছে", আমিত শাহ বলেন।

চা বেচেছি দেশকে নয়, কেন এই পাল্টা জবাব মোদীর রাহুলকে দেখুন...

Image
‘চা-ওয়ালা’ কটাক্ষের জবাব এদিন দিয়েছেন মোদী। সৌরাষ্ট্রের এক সভায় তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি চা বিক্রি করতাম। কিন্তু, দেশকে বিক্রি করিনি।’’ এর পরেই মোদীর বার্তা, ‘‘এ ভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না।’’ তাঁর কথায়, ‘‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কী ভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো এক জন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ জন্য কিছু গোপন করার নেই।’’ এ দিন মোদী এই বার্তারই জবাব দিতে চেয়েছেন। পাশাপাশি, তিনি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের দেখা করা নিয়েও কটাক্ষ করেছেন। ভুজের জনসভায় মোদী গুজরাতি ভাষাতেই ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণই ইংরেজি তর্জমা করে তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা হচ্ছিল। সেখানে মোদী বলেন, ‘‘পাকিস্তানি আদালত এক জঙ্গিকে মুক্তি দিয়েছে, আর কংগ্রেস তা উদ্‌যাপন করছে। অবাক হয়েছিলাম, কেন! এই কংগ্রেসেই তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের সেনার উপর বিশ্বাস রাখতে চায়নি। বরং তার থেকে বেশি বিশ্বাস করতে চেয়েছিল চিনের রাষ্ট্রদূতের উপর।’’ রাহুলের ‘হাগপ্লোম্যাসি’ জবাবে মোদী বলেন, ‘‘ডোকলামে যখন ৭০ দিন চিনা সেনার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে ট...

‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম, কিন্তু দেশ বিক্রি করিনি..

Image
সোমবার সকালে কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারাভিযান শুরু করেন। তার আগে আগামী দু’সপ্তাহে তিনি ৩০-টিরও বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। এ দিন ভুজ ছাড়াও আরও দু’টি জায়গায় মোদীর নির্বাচনী সভা হয়েছে। তার একটি সৌরাষ্ট্রে এবং অন্যটি দক্ষিণ গুজরাতে।প্রথম দফার ভোটের বাকি আর মাত্র ১২ দিন। নির্বাচনী প্রচারে এত দিন শাসক-বিরোধী— দু’পক্ষের বিষয়ই ছিল গুজরাত অস্মিতা। কিন্তু, প্রথম দিন ভোট প্রচারের ময়দানে নেমেই নরেন্দ্র মোদী সেখানে জাতীয়তাবাদের দামামাটা বাজিয়ে দিলেন। গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে তুললেন সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। পাশাপাশি একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে চাইলেন কংগ্রেসকে। এই প্রথম বার প্রধানমন্ত্রী হিসাবে গুজরাতে ভোট প্রচারে মোদী। এর আগের গুজরাতের একাধিক নির্বাচনে তিনি প্রচার করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী। সে বছর কেশুভাই পটেলকে সরিয়ে মোদীকে মুখ্যমন্ত্রী করা হয়। ছ’মাসের মধ্যে মোদীকে মণিনগর থেকে উপনির্বাচনে জিতিয়ে আনা হয়েছিল। তার পর থেকে ২০...

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার এক চাঞ্চল্যকর মন্তব্য যা সারা ভারতবাসীর দুখের..

Image
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এক ন্যাশনাল কনফারেন্সে শনিবার এক দেশ বিরোধী বক্তব রাখলেন, তিনি বলেন যে পাকিস্তানের মালিকানাধীন কাশ্মীরি পাকিস্তানের অংশ, তার প্রতিবেশী দেশ হলো ভারত ও চীন, এমন বক্তব রাখার পর থেকেই রাজনৈতিক মহল এর সাথে সারা ভারত বাসীর চিন্তার বিসয় যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন বলতে পারেন কি করে , এখানেই শেষ নয় তার সাথে তিনি এও বলেন যদি ভারত সরকার শান্তি চায় তবে তাকে পাকিস্তানের সাথে কথা বলতে হবে,এবং এই সিদ্ধান্তে নিতে হবে, নরেন্দ্র মোদী সরকার দ্বারা নিযুক্ত দলিলের ভিক্তিতে মন্তব্য করার জন্য জিজ্ঞাসাবাদ করলে এনসিপির মহাপরিচালক বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না কারণ এটি দেশ বিরোধী বিসয়,সংলাপ বক্তৃতা অনুষ্ঠিত হয় কিন্তু আলোচনা কেবল সমাধান নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এই সমস্যাটি রয়েছে। এর আগেও আবদুল্লাহ বলেন, তিনি কংগ্রেস সভানেত্রী ও দিনাশওয়ার শর্মা এবং কাশ্মীরের একমাত্র পথটি রাষ্ট্রের স্বায়ত্তশাসনের পুনর্নির্মাণের বিষয়ে তার কোন আশা নেই। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্নের জবাবে মোদী সরকার ...

গরীবের বন্ধু মোদিজির এক নতুন যোজনা যা শুনলে আপনি গর্বিত বোধ করবেন

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি BPLকার্ডহোল্ডারদের জন্য পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের একটি গ্রুপ পরিকল্পনা চালু করতে যাচ্ছে। এটি একটি উচ্চাভিলাষী সুব্যবস্থা যোজনাের অংশ। প্রধান উদ্দেশ্য দেশের দূরবর্তী অঞ্চলে বিদ্যুৎ পৌঁছানোর নিশ্চিত করতে শেষ-মাইল যোগাযোগ প্রদান করা। photo by google.com এটি 8 ই নভেম্বর, 2013 তারিখে demonetisation এর পরে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য একটি প্রধান ধাক্কা হিসাবে দেখা হচ্ছে, এবং জুলাই 1 থেকে জিএসটি রোলআউট। সুবিধাভিত্তিক স্কিমের কয়েকটি প্রধান হাইলাইটগুলি হল: * বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার জন্য বিপিএল কার্ডহোল্ডারদের * দারিদ্র্য সীমার উপরে যারা বিদ্যুতের জন্য EMI দিতে পারে * সমস্ত পরিবারকে বিদ্যুৎ সরবরাহের জন্য 29 শে মার্চ, 2019 তারিখে সরকার নির্ধারিত সময়সীমা নির্ধারণ করেছে * 18 হাজার গ্রাম - 3 কোটি গ্রামীণ পরিবার - বিদ্যুৎ ছাড়াই এই প্রকল্পগুলি থেকে উপকৃত হয় * বিদ্যুৎ প্রকল্পে 16320 কোটি টাকা ব্যয় হবে, যার একটি অংশ রাজ্য সরকার দ্বারা বহন করবে * মধ্য ও নিম্ন আয়ের গ্রুপগুলির জন্য স্বাস্থ্য এবং শিক্ষা বিশেষ নজর, এছাড়াও মেনুতে গ...

মোদী সরকার খুব তাড়াতাড়ি দাউদকে আনছেন ভারতে কিন্তু কিভাবে জানুন।

Image
প্রধানমন্ত্রী হবার পর মোদীজি বলেছিলেন দাউদ কে সে ভারতবর্ষে আনবেন আর এই কাজ শুরু হয়ে গেছিল অনেকদিন আগে থেকেই এখুন তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে,খুব তাড়াতাড়ি ভারতে আনতে চলছে মোদী সরকার,তার টের পাওয়া যাচ্ছে এখুন থেকেই। photo by google.com চাঁদাবাজির মামলায় 8 দিনের পুলিশ হেফাজতে থাকা কাস্কার তার জিজ্ঞাসাবাদের জানান, ডি-কোম্পানির প্রধান পশ্চিম ও উত্তর আফ্রিকার দেশগুলিতে বিনিয়োগ করেছেন। দাউদের ভাই ধরা পড়ার পর পুলিশকে জানাই মোদী সরকার আসার পর থেকেই তাদের উপর অনেক চাপ বাড়ছে এবং তাদের সব খারাপ কাজ করার আগেই তাদের লোকজন পুলিশের কাছে ধরা পড়ছে।     আরও পড়ুন :~ মোদিযুগে ঘরে বসে গুগলের এপ থেকে কামান 9000 টাকা, জানুন কিভাবে তিনি দাবি করেন যে 1993 সালে বিস্ফোরণে অভিযুক্তদের নিরাপত্তাও পাকিস্তানে কঠোর করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থার কোনও অডিও রেকর্ডিং এড়াতে দাউদ ফোন করে তার আত্মীয়দের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। কাসকার দাউদের ভাই আনিস ইব্রাহিমের সঙ্গে সমন্বয় করতেন। কাশকার আরও জানায় যে মার্কিন-মনোনীত গ্লোবাল সন্ত্রাসী ল্যাটিন আমেরিকান ড্রাগ লর্ডসের সাথে সম্পর্কযুক্ত...