Posts

Showing posts with the label আমারিকা.ভারত

এইচ ১বি ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্প সরকারের..

Image
এইচ ১বি ভিসা নিয়ে গত কিছুদিন ধরেই চর্চা চলছিল ভারত ও আমেরিকার,এই নিয়ে অনেক রাজনীতিও চলছিল কংগ্রেস অব্দি বলেছিল মোদী সরকার পারবেনা এইচ ১বি ভিসা জন্য আমেরিকাকে মানাতে কিন্তু বালাই -সাট মোদী এখানেও জিতে গেল,বর্তমান রাজনীতিতে আমেরিকা ও জানে ভারতের উপকার যদি তারা না করে তাহলে ভারত ও তার আর সাত দেবে না,ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল,এইচ ১বি ভিসা নিয়ে সেদেশে কাজ করতে আসা কর্মীদের কোনওভাবেই জোর করে ফেরত পাঠানো হবে না। আমেরিকায় সঠিক কাজ জানা ৬০ লক্ষ কর্মীর অভাব রয়েছে। সেখানে বড় অংশ ভারতীয়দের নিয়ে গিয়ে সুযোগ দেওয়া হয়। সেখানে আর বিশেষ অসুবিধা এখুনি তৈরি হবে না বলেই মনে করা হচ্ছে।রিপোর্ট অনুযায়ী ৫ লক্ষের বেশি ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী এইচ ১বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। এর মধ্যে ৪০ শতাংশ গ্রিন কার্ড বা আমেরিকার নাগরিকত্বের যোগ্য হয়েছেন। আসলে মোদীর নীতিকে টক্কর দিতে নারাজ ট্রাম সরকার,ভারত সরকারের পক্ষ থেকে আগেও জানানো হয়েছিল কোনো চিন্তার কারণ নেই তা প্রমান করলো ট্রাম সরকার।

জঙ্গিস্থান পাকিস্তানকে ভারতের বন্ধু আমেরিকা দিলো বড়সড় ধামাকা...

Image
দীর্ঘদিন থেকেই পাকিস্তানে শিকড় শক্ত করে আসছে হাক্কানি নেটওয়ার্ক, তালিবানি সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। সে বিষয়ে পাকিস্তানকে অনেকবার সচেতন করা হলেও জঙ্গিদের উৎপাত রুখতে কোনো ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। এই অভিযোগেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে সব রকমের 'নিরাপত্তা সহায়তা' দেওয়া বন্ধ করে দিল। তথ্য সূত্রে খবর, পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা বাবদ ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে অর্থ সাহায্য সম্পূর্ণ বন্ধ করলো আমেরিকা। টুইট করে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জঙ্গি দমন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, "পাকিস্তান সন্ত্রাস দমনে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না।মার্কিন মুলুক সন্ত্রাস দমনে যেভাবে পাকিস্তানকে ক্রমাগত সাহায্য করে চলেছে, সেইভাবে তেমন কোনো ব্যবস্থাই নিচ্ছে না পাকিস্তান।" ফলে যত দিন যাচ্ছে, তত বেশি পাকিস্তান জঙ্গিদের শক্ত ঘাঁটি -তে পরিণত হচ্ছে। সেই কারণেই ট্রাম্প জানিয়েছেন, ইসলামবাদকে নিরাপত্তা সহায়তা দেওয়া বন্ধ করা হলো। শুধু তাই নয়, আফগানিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংসের জন্য তল্লাশি চালানো হচ্ছে।