Posts

Showing posts with the label বাঙ্গালা

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

Image
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।' source

এবার বাংলা পাখির চোখ, বিজেপিতে এর নয়া কৌশল মুকুল-দিলীপের কি বলছে তারা..

Image
গুজরাটে ভোটের ফলাফল ঘোষণার পরে বাংলায় গ্রাম দখলের জন্য প্রতিটি সাংগঠনিক জেলায় একটি করে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তিনটি দিলে ভাগ হয়ে এই কাজ করবে বিজেপি। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে। আরো পড়ুন ~  ধর্ম পরিবর্তনে সরকারের অনুমতি বাধ্যতামূলক জানুন পুরো তথ্য তিনটি দল নির্বাচনও হয়ে গিয়েছে। তিনটি দলের প্রধান প্রধান নেতৃবৃন্দ হলেন মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহা। মুকুল রায়ের দলে থাকবেন রূপা গঙ্গোপাধ্যায় ও শমীক ভট্টাচার্য। দিলীপ ঘোষের দলে থাকবেন বাবুল সুপ্রিয় ও জয় বন্দোপাধ্যায়। আর রাহুল সিনহার দলে থাকবেন লকেট চট্টোপাধ্যায় ও জর্জ বেকার।এই জেলা সফর শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। প্রথম সাংগঠনিক জেলার জনসভা করবেন মুকুল ও তার দল। এই সভা অনুষ্ঠিত হবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘরেই। মুকুল এই বোমাটি ফাটাতে চায় অনুব্রতর খাসতালুতে দাঁড়িয়েই। কিছুদিন আগেই অনুব্রত মুকুলকে চ্যালেঞ্জ দিয়ে ঘরে ফিরিয়ে ছিলেন বিজেপিতে চলে যাওয়া দুই তৃণমূল নেতাকে। তারপর থেকে যুদ্ধ আপাতত থেমে রয়েছে। এই কারণেই বীরভূম থেকেই আবার যুদ্ধ শুরু করতে চাইছেন মুকুল রায়। শ...