Posts

Showing posts with the label রাজনৈতিক

LIVE: পঞ্চায়েত ভোটের ফলাফল দেখুন..

Image
Today Bengali News

Big Braking: খুনের অভি‌যোগে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের এই সদস্য..

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার খুনের অভিযোগ উঠলো বর্তমান সরকারের উপর। তৃণমূল নেতা ডালিম সেখকে খুনের অভি‌যোগে গ্রেফতার করা হল বর্ধমান জেলার এক পরিষদের তৃণমূল সদস্য উপর। গতকাল বর্ধমানের উল্লাস মোড় থেকে গ্রেফতার করা হয় বিকাশ নারায়ণ চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে। গত এক বছর আগে খুন হয়েছিল তৃণমূলের ব্লক সভাপতি ডালিম সেখ,এবং তার পর থেকেই ওনার স্ত্রী অভি‌যোগ করেন খুনের সঙ্গে জড়িত বিকাশ নারায়ণ চৌধুরী এবং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রহমতউল্লা চৌধুরী। তদন্তের ভার পরেছিল সিআইডির উপর এবং তার পর থেকেই খুঁজছিল সিআইডি, গতকাল তাকে খুঁজে পায় সিআইডি। ডালিম সেখ খুনের তদন্তে পুলিস ইতিমধ্যেই আগেই ১৬ জনকে গ্রেফতার করেছিল। এবার গ্রেফতার হলেন বিকাশ চৌধুরী। গত কিছু দিন ধরে সিআইডি বিকাশ নারায়ণের উপর নজর রাখছিল এবং গতকাল তাকে মোবাইল ট্র্যাক করে গ্রেফতার করে সিআইডি। Anandabazar Patrika *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****** supravat

ভিডিও: চাপে পরে রামের নাম ফারুকের মুখে পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা রাম এর নাম করলেন।তিনি বলেন আমি মুসলিম কিন্তু কেন জানি রামের প্রতি একটা অদ্ভূত আবেগ রয়েছে আমার। গতকাল এক জীমিডিয়া মঞ্চে দাড়িয়ে তিনি এই কথা বলেন এবং একটি গানও করেন মেরা রাম... জিস গলি গয়ে মেরা রাম, জিস গলি গয়ে মেরা রাম, মেরা আঙ্গন, সুনা-সুনাস জিস গলি গয়ে মেরা রাম, মেরা শ্যাম, জিস গলি গয়ে মেরা রাম, সখী-সখী ধুন্ডে কহাঁ গয়ে মেরা রাম। এমন ভোল বদলে আসল কারণটি কি? এর মধ্যেও কি কিছু রাজনীতি লুকিয়ে আছে, ঠিক তাই এমনটাই বিজেপি তরফ থেকে জানা যায় সামনে ভোট তাই আজ সবার রাম এর নাম নিতে হচ্ছে। যে সব সময় দেশ বিরোধী কথা বলে তার এমন রাম রাম করার কারণ কি? ফারুক বলেন হিন্দুরা আমাকে মুসলিম ভাবে। মুসলমানরা ভাবেন হিন্দু। কাশ্মীর সমস্যার সমাধান কবে হবে জানিনা তাই ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি। দেখুন ভিডিওটি:               *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****** supravat Today Bengali News

এই মিথ্যে কারণের জন্য পূর্ব বিজেপি মন্ত্রীর কাছ থেকে ক্ষমা চাইতে বাধ্য হল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল..

Image
সুপ্রভাত ডিজিটাল:  দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সভাপতি অরবিন্দ কেজরিওয়াল এবার ক্ষমা চাইলেন পূর্ব বিজেপি মন্ত্রীর থেকে। আসল ঘটনাটি হল পাঞ্জাবের নির্বাচনে প্রচারের সময়। যখন পাঞ্জাবে নির্বাচন প্রচার করছিলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেই সময় হটাত তিনি সেই সময়ের মন্ত্রী বিক্রম সিং মজিদীয়কে ড্রাগ ব্যবসায়ের অভিযোগ করেন এবং তিনি বলেন বিক্রম সিং সাধারণ মানুষকে ড্রাগ এর নেসা করাচ্ছেন। Anandabazar Patrika  ২০১৬ সালের ২০ মে অমৃতসরের আদালতে কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাজিতিয়া। সেই মামলাতেই ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী।এই অভিযোগের পর বিক্রম সিং মজিদীয় মানহানির মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল এর উপর। এই ঘটনা নিয়ে তিনি বলেন আমি আগে যা বলেছি তা ভিত্তিহীন আমি এই বিষয় নিয়ে বিক্রম সিং মজিদীয় এর কাছ থেকে ক্ষমা চাই। আমি এইভাবে আমার সব বিবৃতি এবং আপনার বিরুদ্ধে তৈরি অভিযোগ এবং এটি জন্য ক্ষমা চাই। একজন মুখ্যমন্ত্রী আদালতে চিঠি দিয়ে আমার বিরুদ্ধে করা মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। এটা ঐতিহাসিক মুহূর্ত। শেষপর্যন্ত সত্যের জয় হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এল মোদী সরকার..

Image
সুপ্রভাত ডিজিটাল: সুখবর কেন্দ্র সরককারের কর্মচারীদের বাড়তে চলেছে বেতন। এবার এপ্রিল মাস থেকেই সপ্তম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনু‌যায়ী গত বছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা করে কেন্দ্র সরকার। কর্মচারীদের নূন্যতম মূল বেতন মাসে ১৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ২১ হাজার টাকা হবে অর্থাৎ ৩ হাজার টাকা বেতন বাড়ছে। সপ্তম বেতন কমিশনের অনু‌যায়ী বেতন ২১ হাজার টাকা ও সর্বোচ্চ বেতন বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়। কিন্তু রাজ্যে সরকারী কর্মচারীদের জন্য কোনো সুখবর নেই চাপে আছে রাজ্য সরকার সামনেই ভোট কিন্তু এখন পর্যন্ত ডিএ বাড়েনি। মোদী সরকার সপ্তম বেতন কমিশন চালু করে দিল কিন্তু রাজ্য সরকার তা করতে পারছে না। বর্তমানে দেশের ২২টি রাজ্য কেন্দ্রের সমান হারে ডিএ পাচ্ছে সরকারী কর্মচারীরা কিন্তু রাজ্য সরকারের কাছে বড় চাপ আগামী এক বছরের মধ্যে বকেয়া ডিএ দিয়ে দেওয়া। রাজ্য সরকার যদি এখন ডিএ না দেয় তাহলে চাপে পরবে সরকার। বর্তমানে রাজ্যের অবস্তা এতটাই খারাপ যার ফলে বর্তমানে রাজ্যে সপ্তম বেতন কমিশন অনেক দূরের এখনও ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টই জমা পড়েনি। রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে ...

দেশের সবথেকে ধনী সাংসদ কে জানলে আপনিও চমকে যাবেন..

Image
সুপ্রভাত ডিজিটাল:  আর কিছুদিন পর শুরু রাজ্যসভা আসনের জন্য নির্বাচন। আর সব দল তাদের   নিজের নিজের প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে। আর এর মধ্যে উঠে এল এক নতুন ইতিহাস,  প্রার্থীদের ইতিহাস। বর্তমানে ১৬টি রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে এবং তার কথা মাথায় রেখে এবার এক ধনী সাংসদের লিস্টে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন অর্থাৎ অমিতাভ বচ্চনের স্ত্রী। বর্তমানে তাদের সম্পত্তি ৫০০ কোটি থেকে বেড়ে ১০০০ কোটি।  জয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা।স্বামী স্ত্রীর মোট গয়না আছে ৬২ কোটি টাকার ও  ১২টি গাড়ি আছে এঁদের, রোলস রয়েস আছে, আছে মার্সিডিজ, একটি পোর্শে ও একটি রেঞ্জ রোভার। এবং দামি গয়না-৩৬ কোটি টাকার, জয়ার গয়নার অর্থমূল্য ২৬ কোটি টাকা। Anandabazar Patrika *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****** supravat 24 Ghanta Today Bengali News

নিজের বাবার খুনে খুনিকে ক্ষমা করে নিজেই ফাঁসলেন রাহুল গান্ধী বলছে এই রিপোর্ট..

Image
সুপ্রভাত ডিজিটাল: রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। তাঁর মতে রাজীব গান্ধীকে আর্থিক লাভের জন্য খুন করা হয়েছিল সুপারি কিলার দিয়ে। সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন যে, তিনি এবং তার বোন প্রিয়াঙ্কা তাঁর বাবার(রাজীব গান্ধী) খুনিকে ক্ষমা করে দিয়েছেন। রাহুল গান্ধীর এই বক্তব্যের জেরে সুব্রামনিয়াম স্বামী টুইটারে বলেছেন, এলটিটিই হত্যাকারীদের রাহুলের ক্ষমা করে দেওয়ার পিছনে একটা গোপন রহস্য আছে, হয়তো সুপারি কিলারের হাত আছে।স্বামী জানিছেন রাজীব পরিবারের সঙ্গে এলটিটিই-র বোঝাপড়া থাকতে পারে।স্বামী বলেছেন, রাজীব প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তাঁর হত্যাকারীদের কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় যে, শ্রীলঙ্কায় ভারতীয় সেনা পাঠানোর প্রতিবাদেই রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। কিন্তু ভারতীয় সংসদে এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠানোর প্রস্তাব পাশ করেছিলেন স্বয়ং রাজীব গান্ধী। প্রথম পর্যায়ে নলিনী নামে এক মহিলাকে অভিযুক্ত করা হয়েছিলো এবং তাঁর ফাঁসির আদেশ এসেছিল। কিন্তু পরে তা পরিবর্তন করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেন এমন হলো, এই ব...

দেশের সবথেকে ধনী সাংসদ হলেন ইনি - Supravat.in

Image
সুপ্রভাত ডিজিটাল:  আর কিছুদিন পর শুরু রাজ্যসভা আসনের জন্য নির্বাচন। আর সব দল তাদের   নিজের নিজের প্রার্থীর নামও জানিয়ে দিয়েছে। আর এর মধ্যে উঠে এল এক নতুন ইতিহাস,  প্রার্থীদের ইতিহাস।  Anandabazar Patrika বর্তমানে ১৬টি রাজ্যের ৫৮টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে এবং তার কথা মাথায় রেখে এবার এক ধনী সাংসদের লিস্টে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন অর্থাৎ অমিতাভ বচ্চনের স্ত্রী। বর্তমানে তাদের সম্পত্তি ৫০০ কোটি থেকে বেড়ে ১০০০ কোটি।  জয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৬০ কোটি টাকা।স্বামী স্ত্রীর মোট গয়না আছে ৬২ কোটি টাকার ও  ১২টি গাড়ি আছে এঁদের, রোলস রয়েস আছে, আছে মার্সিডিজ, একটি পোর্শে ও একটি রেঞ্জ রোভার। এবং দামি গয়না-৩৬ কোটি টাকার, জয়ার গয়নার অর্থমূল্য ২৬ কোটি টাকা। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

নারী ও শিশু পাচারে এক নম্বর স্থানে বাংলা - supravat.in

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ-এর নাম যুক্ত হল। দেশের মধ্যে নারী ও শিশু পাচারে একনম্বর স্থানে পশ্চিমবঙ্গ। এমন এক রিপোর্ট পেস করল ন্যাশনাল ক্রাইম ব্যুরো। ন্যাশনাল ক্রাইম ব্যুরো তথ্যে জানা গেছে ২০১৫ সালে এ রাজ্যে মোট ২০৬৪ জন মহিলা এবং ১৭৯২টি শিশুর পাচার হয়েছিল।  সেখানে ২০১৬ সালে ৩৫৫৯ জন নারী এবং ৩১১৩টি শিশু পাচার হয়েছে। বর্তমানে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের হার যথাক্রমে ৭২ এবং ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন  ২০১৬ সালে গোটা দেশে ১৯,২২৩ জন নারী ও  শিশুকে পাচার করা হয়েছে এবং এই  ধরনের কাজ  সব থেকে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

ভিডিও: নিজের জালে নিজেই ফাঁসলেন রাহুল, হতে পারে শাস্তিও!! দেখুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: সিঙ্গাপুরের লি কুয়ান ইয়েওই স্কুল অফ পাবলিক পলিসিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে রাহুলকে এক যুবক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়। প্রশ্ন করেছিলেন পিকে বসু, তিনি বলেন কংগ্রেসের আমলে ভারতের মাথা পিছু আয় সবসময়ই বিশ্বের গড় মাথাপিছু আয়ের তুলনায় কম হয় এবং কংগ্রেস ক্ষমতা থেকে সরলেই তা অনেকটাই বেড়ে যায় কেন? এই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়।  পিকে বসু দাবি করেন তার প্রশ্নের উত্তর রাহুল গান্ধী দিতে পারেনি। এতটা ঠিক ছিল কিন্তু আসল ঘটনা ঘটলো রাহুল এর সেই প্রশ্নের ভিডিওটি নিয়ে। বর্তমানে সেই ভিডিওটি ছাড়া হয় কংগ্রেস এর তরফ থেকে কিন্তু পিকে বসু দাবি করেন রাহুল তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং রাহুল তাঁর প্রশ্নের উত্তর দিতে পারেননি।  এই বিকৃত ভিডিও সম্প্রচার করতে থাকলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও হুমকি দিয়েছেন পিকে বসু। তাঁর দাবি, কংগ্রেস যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে রাহুলের উত্তরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।যে ভিডিওটি কংগ্রেস প্রকাশ করেছে তাকে বসুর প্রশ্নের পর দর্শকদের মধ্যে আরও একজনকে দেখানো হয়, যিনি কংগ্রেসের প্রশংসা করেছিলেন। দেখুন...

বিজেপি চাপে তৃণমূল কংগ্রেস এবার একসাথে..

Image
সুপ্রভাত ডিজিটাল:     ফের বিজেপির চাপে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে মমতা। এমনটাই বলেন নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে সভায় ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেরা প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করা হবে, এমন প্রস্তাব খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীই দিয়েছিলেন। কিন্তু, কংগ্রেসের সমর্থন নিতে সিপিএম নারাজ। তাই নিজেদের প্রার্থী ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। পাঁচটি আসনে নির্বাচন হচ্ছে বাংলায়।বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামেদের সক্রিয় হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন ধরে যে ভাবে বার বার মুখ খুলছিলেন তা থেকে বোঝা যাচ্ছে মমতা চাই তৃণমূল কংগ্রেস ও বাম এক সাথে হয়।  বর্তমান সময় রাজ্যে যে ভাবে বিজেপি তার দল শক্ত করছে তাতে সব দল এর চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপুল জয় এর পর বিজেপি এ রাজ্যেও পড়তে চলেছে নতুন সরকার, দাবি গেরুয়া শিবিরের। supravat

স্বেচ্ছা মৃত্যুতে ঐতিহাসিক রায় সুপ্রিমকোর্টের..

Image
শুক্রবার দেশের শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় ঘোষণা করলো। মৃত্যুশয্যায় যদি ককোনো ব্যক্তি নিদারুন কষ্ট, যন্ত্রনা ভোগ করেন, তাহলে তিনি স্বেচ্ছায় মৃত্যু বরণ করতে পারবেন।সুইজারল্যান্ড ও আরও অনেক দেশে এই অধিকার থাকলেও আমাদের ভারতে এই স্বেচ্ছামৃত্যুর অধিকার ছিলো আত্মহত্যার সমান দণ্ডনীয় অপরাধ। কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে গোটা পরিস্থিতি পাল্টে গেল। কমন কজ নামে একটি সংস্থা বলেছে, বেঁচে থাকাটা যেমন মানুষের ব্যক্তিগত অধিকার, তেমনি মৃত্যুশয্যায় রোগে যন্ত্রনা ভোগ করার বদলে সম্মানের সঙ্গে মৃত্যুবরণটাও তাদের অধিকারের মধ্যে পরা উচিত।তবে এই রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট একগুচ্ছ কড়া শর্তও জারী করেছে। শীর্ষ আদালত জানিয়েছেন, যখন কোনো ব্যক্তি চিকিৎসাসুস্থ হতে পারবেন না এবং তিনি কোনো আর্টিফিসিয়াল সাপোর্ট সিস্টেমের সাহায্যে বেঁচে থাকতে চাইবেন না, যখন তাঁকে সজ্ঞানে "লিভিং উইল" করে স্বেচ্ছামৃত্যু চেয়ে রাখতে হবে। তারপর তাঁর অচেতন অবস্থায় উপস্থিত হলে বা সেই অবস্থা থেকে ওঠার সম্ভবনা না থাকলে, রোগীর নিকট আত্মীয় বা ঘনিষ্ট বন্ধু এই ইচ্চাপত্রের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করতে পারবেন। তারপর আদালত চূড়ান্ত সিদ্ধা...

পাকিস্তানের সাথে সম্পর্ক আছে মহম্মদ শামিরের!! বিস্ফোরক মন্তব্য করে আর কি বললেন স্ত্রী...!

Image
সুপ্রভাত ডিজিটাল:   হাসিন জাহান তাঁর স্বামী মহম্মদ শামিরের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেন। শামিরের বিরুদ্ধে তিনি বিশ্বাসভঙ্গের অভিযোগ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ করেছেন। তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে, শামির চেয়েছিলেন একটা বলিউডের এক নায়িকাকে বিয়ে করতে।  হাসিন অভিযোগ করেছেন, তাঁকে ডিভোর্সের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। পাকিস্তানের এক মহিলার সাথে তাঁর সম্পর্কে আছে। প্রবীণ ত্রিপাঠি, যিনি যুগ্ম পুলিশ কমিশনার তাঁর কাছে হাসিন তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শামিরের বিরুদ্ধে ৩০৭, ৩২৮,৩৭৬ ও ৪৯৮-র জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।  হাসিন জানিয়েছেন, শামির ওই পাকিস্তানের মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। শামির নাকি তাঁর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেন। যখন হাসিন শামিরদের গ্রামের বাড়ি যান, শামির তখন তাঁর দাদার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করতে তাঁকে জোর করেন। তাঁর শশুরবাড়ির লোকেরা তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে খুনের চেষ্টা করেন। কিন্তু তা হয়নি।  কারণ তিনি সেখান থেকে পালিয়ে যান ও নিরাপদে কলকাতায় ফিরে আসেন। কিন্তু শামির এই সব অভিযোগ অস্বীকার করে বলছেন, এই সব তাঁর ক...

আজ নতুন চমক নিয়ে আসছে ত্রিপুরা যা ইতিহাসে এই প্রথম..

Image
সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরায় এবার ২৫ বছরের বাম শাসন এর পর প্রথমবার ক্ষমতা বিজেপি সরকার। আজ বেলা ১২টায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিপ্লব কুমার দেব। আজ বেলা বারোটায় অসম রাইফেলস ময়দানে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।  বিপ্লব দেবের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জিষ্ণু দেববর্মা।মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ এবং আরো বিজেপির কিছু নেতা। সব থেকে মজার বেপারটি হলো মঞ্চে উপস্থিত থাকতে পারেন পূর্ব মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিপ্লব দেব নিজে গিয়ে সরকারী আবাসনে তাকে আমন্ত্রণ যানান।  মানিক সরকার ও সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর বিপ্লকে বলেন ফলপ্রকাশের পর থেকে জারি থাকা তাণ্ডব বন্ধ করা দরকার এবং বিপ্লব আশ্বাস দিয়েছেন তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ত্রিপুরায় এবার ৬০টির মধ্যে ৫৯ আসনে ভোট হয় এবং বিজেপি ও আইপিএফটি ৮টি তাই আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা বলেন নতুন মন্ত্রিসভায় ২টি দফতর পাবেন তাঁরা। Anandabazar Patrika ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব...

গেরুয়া রাজ - ভারতের 21 রাজ্য সহ 70 শতাংশ দখল বিজেপির..!!

Image
সুপ্রভাত ডিজিটাল: ত্রিপুরা,মেঘালয় ও নাগাল্যান্ড এর পর পর জয়ের পর এবার রেকর্ড করলো এনডিএ সরকার অর্থাৎ মোদী সরকার। এই প্রথম কোনো রাজনৈতিক দল দেশের ৭০% ভাগ দখল করেছে। বর্তমানে বিজেপি শাসিত ২১টি রাজ্যে দেশের ৭০% লোক বসবাস করে। এই রেকর্ড ইন্দিরা গান্ধী অর্থাৎ কংগ্রেসেরের আমলেও ছিল না। দেশে ২০১৪ প্রথম মোদী ঝড় এসেছিল এবং সেই ঝড় যত দিন যাচ্ছে বাড়ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি বিজেপিতে নিয়ে আসলো এক নতুন স্বর্ণযুগ। এর আগে কোনও রাজনৈতিক দল এত বড় সাফল্য পায়নি। বর্তমানে দেশের সবথেকে বড় ১০টি জনবহুল রাজ্যের মধ্যে বর্তমানে ৭টিতে ক্ষমতায় রয়েছে বিজেপি। রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্দ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং রাজস্থান। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।**************** 24 Ghanta Live News

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী..

Image
সুপ্রভাত ডিজিটাল: আন্তর্জাতিক নারী দিবসে মোদী সরকার মহিলাদের জন্য নিয়ে এল এক নতুন উপহার। এবার প্রধানমন্ত্রী ভারতীয় জনওযুধি পরিযোজনা কেন্দ্রগুলিতে এই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে মাত্র ২.৫০ টাকায়। চারটি প্যাডের প্যাকেটের দাম হবে ১০ টাকা। সারা দেশের ৩,২০০ টি জায়গায় পাওয়া যাবে। পরিযোজনা আগামী ২৮ মে-র আগে আগে তা পাওয়া যাবে। বাজারে যেখানে চারটি স্যানিটারি প্যাডের প্যাকেটের বর্তমান দাম ৩২ টাকার, সরকার এর এই যোজনার ফলে সাধারণ মহিলার খুব খুশি হবে। বিশেষ করে গ্রামীন এলাকা ও পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক নারী দিবসে মোদী সরকারের সব থেকে বড় উপহার এই বলে মনে করছে সাধারণ মানুস। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

শত্রুঘ্ন সিনহা: নরেন্দ্র মোদী হলেন দেশের অ্যাকশন হিরো। মোদীর প্রশংসায় আর কি বললেন শত্রুঘ্ন...!

Image
সুপ্রভাত ডিজিটাল: শত্রুঘ্ন সিনহা নরেন্দ্র মোদীকে সক্রিয় অ্যাকশন হিরো বলে সম্মধন করলেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সফল নেতাদের মধ্যে সবচেয়ে উপরে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। তাই তাঁকে নিয়ে বায়োপিক হওয়ার জল্পনাটা অস্বাভাবিক কিছু নয়।বিহারীবাবু এই জল্পনায় শায় দিলেন। তিনি লন্ডন সফরে যাওয়ায় কিথ ভাজ তাঁকে সবর্ধনা জানান। সেখানে প্রশ্নোত্তর পর্বে যখন শত্রুঘ্ন সিনহাকে প্রশ্ন করা হলো যে, তিনি কোন ভারতীয় রাজনৈতিক নেতার চরিত্রকে সেলুলয়েডে পর্দায় ফুটিয়ে তুলতে আগ্রহী? তিনি না সময় ব্যয় করেই বললেন, 'নরেন্দ্র মোদী'।শত্রুঘ্ন সিনহাকে শেষ দেখা গিয়েছিল ২০১০-এ রামগোপাল বর্মার ছবি 'রক্ত চরিত্র'-এ। এখন ৭২ বছর বয়সি শত্রুঘ্ন সিনহা অভিনয় করতে চলেছে নরেন্দ্র মোদীর বায়োপিকে। চলতি শেষে মোদীর বায়োপিক তৈরির কাজ শুরু হচ্ছে। এই বায়োপিকটি প্রযোজনা করছেন শীতল তলোয়ার। তিনি এখন কাজ করছেনএকগুচ্ছ ইন্দো-ব্রিটিশ প্রডাকশনসে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হ...

ভারতের সোস্যাল মিডিয়ার রেকর্ড করলেন এই দুই যুগলবন্ধি..

Image
সুপ্রভাত ডিজিটাল:   সোস্যাল মিডিয়ার এক নতুন যুগ আসে ২০১৪ থেকে, দেশের প্রধানমন্ত্রী হবার পর থেকে ডিজিটাল মিডিয়ার সবসময় উল্লেখ করেন নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার প্রধানমন্ত্রী মোদীর, দেশের ইনি একমাত্র এমন নেতা যার ফলোয়ার বলিউড এর তারকারদের থেকেও বেশি।  ফেসবুক, ট্যুইটার,ও ইনস্টাগ্রাম যে জায়গায় যাবেন তার ফলোয়ার দেশের মধ্যে সবথেকে বেশি। এবার পালা বিজেপি সভাপতি অমিত শাহ বর্তমানে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ এর জুটি সবথেকে পপুলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর সবথেকে বেশি ফলো করা হয় বিজেপি সভাপতি অমিত শাহকে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার ট্যুইটারেই প্রায় ৫ কোটি, ফেসবুকে ৪.৩ কোটি এবং ইনস্টাগ্রামে ১.২ কোটি। এবার অমিত শাহকে ফলো করে ফেসবুকে ১.১.কোটি, ট্যুইটার ১ কোটি, এবং ইনস্টাগ্রামে ৬.৭৭ লক্ষ। এই দুই মানুকে দেশ যেমন পছন্দ করছে তেমনি সোস্যাল মিডিয়াতেও মানুস এনাদের চাইছেন তা দেখেই বোঝা যায়। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্য...

মূর্তির উপর হামলায় কড়া ব্যবস্তা প্রধানমন্ত্রী মোদীর..

Image
সুপ্রভাত ডিজিটাল: বাধ্য হয়ে এবার প্রধানমন্ত্রী মূর্তি নিয়ে মুখ খুললেন। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ত্রিপুরায় লেনিন এবং তামিলনাড়ুর ভেলোরে ইভিআর রামস্বামী পেরিয়ার নিয়ে পর পর তিনটি মূর্তি ভাঙচুর করা হয় দেশে।  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করেছে রাজনাথ সিংহ, তিনি বলেন কাউকে ছাড়া হবে না যারা যারা দোষ করেছে সবাই শাস্তি পাবে। বিজেপি সভাপতি অমিত শাহ এই ঘটনার কড়া নিন্দা করে বলেন দুই রাজ্যে ঘটনার সঙ্গে যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  কলকাতার কেওড়াতলায় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি যে ভাবে ভাঙচুর করা হয়েছে তার পর কড়া নির্দেশ দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে, সব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যে যে যুক্ত থাকবে সবাইকে শাস্তি দেওয়া হবে বলে যানান স্বরাষ্ট্র মন্ত্রক।  ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************

ঈদ উদযাপন নিয়ে এক নতুন চমকদার উত্তর দিলেন যোগী আদিত্যনাথ..

Image
সুপ্রভাত ডিজিটাল:   যোগি আদিত্যনাথ এনার নাম কে না জানে দেশের মধ্যে সবথেকে নাম করা মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন বলেই ইনি পরিচিত। ইনি হিন্দু ধর্ম নিয়ে গর্বিত সেটা এনাকে দেখলেই বোঝা যায়। বর্তমানে ইনি এক গুরুতপূর্ণ মন্তব্য করেন যাতে তিনি বলেন হোলি ও নাজাজের বেপারে। তিনি বলেন আমি ধর্মীয় হিন্দু তাই ঈদ উদযাপন করি না। কিন্তু আমি ঈদ উদযাপনকে সন্মান করি এবং এই ধর্ম যে পালন করেন তাদেরকেও আমি সন্মান করি। কিন্তু আমি নিজের ধর্মের প্রতি গর্ব করি তাই ঈদ উদযাপন করা উচিত নয় আমার।  যোগি আদিত্যনাথ বলছেন যে হোলি উৎসবে নামাজ এর সময় পরিবর্তন করার জন্য অনেক ধন্যবাদ। হোলি আগে ইমাম-ই-ঈদগাহ মাওলানা খালিদ রশীদ ফিরঙ্গি মাহলি যিনি সর্বভারতীয় মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের (এআইএমএলএলএলবি) নির্বাহী কমিটির সদস্য তিনি বলেছিলেন হোলি জন্য 30 মিনিট এক ঘন্টা নামাজ বন্ধ থাকবে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।**************** 24 ghanta Live News