নারী ও শিশু পাচারে এক নম্বর স্থানে বাংলা - supravat.in
সুপ্রভাত ডিজিটাল: এবার নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ-এর নাম যুক্ত হল। দেশের মধ্যে নারী ও শিশু পাচারে একনম্বর স্থানে পশ্চিমবঙ্গ। এমন এক রিপোর্ট পেস করল ন্যাশনাল ক্রাইম ব্যুরো। ন্যাশনাল ক্রাইম ব্যুরো তথ্যে জানা গেছে ২০১৫ সালে এ রাজ্যে মোট ২০৬৪ জন মহিলা এবং ১৭৯২টি শিশুর পাচার হয়েছিল।
সেখানে ২০১৬ সালে ৩৫৫৯ জন নারী এবং ৩১১৩টি শিশু পাচার হয়েছে। বর্তমানে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের হার যথাক্রমে ৭২ এবং ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন ২০১৬ সালে গোটা দেশে ১৯,২২৩ জন নারী ও শিশুকে পাচার করা হয়েছে এবং এই ধরনের কাজ সব থেকে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
Comments
Post a Comment