Posts

Showing posts with the label Rides

ঠিক মহরমের সময় এমন দুর্ঘটনা হবার কারণ কি মৌলবাদী রাজনীতি।

Image
লখনৌ,রাঁচি, উত্তর প্রদেশ , বিহার ও ঝাড়খন্ডে 30 সেপ্টেম্বর এবং রবিবার, 1 অক্টোবর শনিবার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।উত্তর প্রদেশের তিনটি অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়লে কমপক্ষে 12 জন আহত হন এবং দুই গাড়ি ও চারটি মোটরসাইকেলসহ ছয়টি যান চলাচল করেন। PHOTO BY GOOGLE.COM প্রথম ঘটনাটি কানপুর জেলার পরম প্রভা অঞ্চলে সংঘটিত হয়, কারণ এক দল দস্যু উদযাপনের একটি হিন্দু-আধিপত্যপ্রবাহের মাধ্যমে মুহররম মিছিল বের করে ছয়জনকে আহত করে। দাঙ্গাবাজরাও পাথর ছোঁড়ে। কয়েকটি ক্ষেত্রে লাঠি চার্জে পুলিশরা লাঠিপেটা করে এই অঞ্চলে ভারী নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করা হয়।কানপুর জেলার রাওয়াতপুর গ্রামে একই রকম ঘটনা ঘটে। পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনা হয়।         আরও পড়ুন ~ গরীবের বন্ধু মোদিজির এক নতুন যোজনা যা শুনলে আপনি গর্বিত বোধ করবেন একটি দুর্গা পূজা পন্ডালের শিশুদের উপর দুটি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি বিতর্ক ছড়িয়ে পরে ইউপি এর মধ্যে, অন্য ছয় মানুষ আহত হয়। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্তৃপক্ষ কর্ফ্জে আসেন।ঘটনাটি শহরের সিকান্দারপুর এলাকায় ঘটেছ...