Posts

Showing posts with the label anandabazar

ইউ টার্ন নিয়ে শরদ পাওয়া বললেন, বিজেপি-শিবসেনা জোট করে লড়েছে, এবার ওঁরা নিজেদের রাস্তা বেছে নিক

Image
নয়া দিল্লীঃ  কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করার আগে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ (Sharad Pawar) পাওয়ার anandabazar সোমবারে শিবসেনার সাথে জোট নিয়ে ইউ টার্ন নিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি আর শিবসেনা একসাথে নির্বাচনে লড়েছে, আর এবার তাঁরা নিজের রাস্তা নিজেরাই বেছে নেবে। সংসদে মিডিয়ার সাথে কথা বলার সময় পাওয়ার বলেন, ‘বিজেপি – শিবসেনা একসাথে নির্বাচনে লড়েছে। আর আমরা কংগ্রেসকে সাথে নিয়ে লড়েছি। ওঁরা নিজেদের রাস্তা বেছে নিক, আর আমরা নিজেদের মতো রাজনীতি করব।” Sharad Pawar, Nationalist Congress Party (NCP): BJP-Shiv Sena fought together, we (NCP) and Congress fought together. They have to choose their path and we will do our politics.  #Maharashtra   pic.twitter.com/8RmvFVVnPw — ANI (@ANI)  November 18, 2019 উনি এও বলেন যে, মহারাষ্ট্রের আগামী রণনীতির জন্য উনি আজ সনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করবেন। কংগ্রেস সুত্র অনুযায়ী, বৈঠকে জোটের দুই দলের মধ্যে মহারাষ্ট্রে আগামী পদক্ষেপ আর বিচারধারার বিপরীতে দাঁড়িয়ে থাকা শিবসেনার সাথে জোট করা নিয়ে চর্চা হবে। মহারাষ্...