Posts

Showing posts with the label বিশ্ব ব্যাঙ্ক

মোদী সরকারের প্রশংসায় বিশ্বব্যাঙ্ক কি বললো জেনে নিন...

Image
বিরোধীদের নিশানায় মোদী সরকারের অর্থনীতি সবসময় ছিল তারই জবাবে এবার বিশ্ব ব্যাঙ্ক নোট বাতিল থেকে জিএসটি, বিরোধীদের দাবি এতে দেশের আর্থিক বৃদ্ধি কমে যাবে। কিন্তু বিশ্বব্যাঙ্ক বলছে একেবারে উল্টো কথা বলছে যার ফলে সেদিক থেকে দেখতে গেলে এবছর সাধারণ বাজেট পেশের আগে বিরোধীদের দাবি অনেকটাই ভোঁতা করে দিল বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্কের দাবি করছে ভারতের ভারতের আর্থিক বৃদ্ধির হার এই বছর আরো বৃদ্ধি পাবে যার ফল ৭.৩ শতাংশ হতে পারে।মোদী সরকারের জন্য এটি একটি খুশির খবর তার সাথে সাথে বিরোধীদেরও চিন্তার কারণ।বিরোধীরা যত বার চেষ্টা করছে তত বার হার মানছে এবার দেখার পালা বিশ্বব্যাঙ্কের দাবি বিরোধীদের কতটা চট দেয়। আর্থিক বৃদ্ধির কারণ হিসেবে মোদী সরকারের একাধিক সংস্কারকেই কৃতিত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্যান্য দেশের তুলনায় ভারতে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বিশেষ করে আগামীতে চিনকে অনেকটাই পেছনে ফেলে দেবে ভারতদাবি বিশ্বব্যাঙ্কের।