Posts

Showing posts with the label আধার কার্ড

মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

Image
মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।

নাগরিকদের সুরক্ষা বাড়াতে সরকার আনছেন ভার্চুয়াল আধার আইডি।ব্যবহার করতে শিখে নিন...

Image
আধারে তথ্য গোপন রাখতে নয়া পদক্ষেপের ঘোষণা করেছে ইউআইডিএআই। আর এই পদক্ষেপের ফলে সামনে এসেছে 'ভার্চুয়াল আইডি' তৈরির ঘোষণা।আধার আরো গোপন করতেই এমন কদম ভারত সরকারের, সাধারণ মানুস ভার্চুয়াল আইডি তৈরী করতে গেলে তাকে প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইট খুলে আধার কার্ড গ্রাহক ভার্চুয়াল আইডি করতে হবে।এই সুবিধা পাবার ফলে আর ১২ ডিজিটের আধার নম্বর লাগবে না।  আধারের তথ্য লিক হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ক থামাতে এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে।সহজে তৈরি করা সম্ভব ব্যবহারকারীই এই ভার্চুয়াল আইডি তৈরি করতে ও সরিয়ে নিতে পারবেন ইউআইডিএআই ওয়েবসাইট, এমআধার মোবাইল অ্যাপ ও আধার এনরোলমেন্ট সেন্টার থেকে।ভার্চুয়াল আইডিকে স্বীকৃতি প্রতিটি ই-কেওয়াইসি পরিষেবাকে এটা নিশ্চিত করতে হবে যে আধার নম্বর হোল্ডাররা যাতে ভার্চুয়াল আইডি ব্যবহার করতে পারে। ১ জুন ২০১৮ সাল থেকে ভার্চুয়াল আইডি গ্রহণ করা বিভিন্ন স্বীকৃত এজেন্সিগুলির কাছে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে।আলাদা সময়ে একাধিক আইডি করা যাবে ব্যবহারকারী যখন যেমন প্রয়োজন ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। সেই সংখ্যায় কোনও বাধা নেই। অনেকটা মোবাইল ওটিপি বা পাসওয়ার্ড তৈরির মতো। চাইল...