Posts

Showing posts with the label ভারতীয় রেল

এবার এই সুবিধা আপনিও পাবেন, স্মার্ট রেল নিয়ে বড় প্রকল্প মোদী সরকারের..

Image
স্মার্ট রেল প্রকল্প এবার ভারত সরকারের। আর কিছুদিনের মধ্যেই স্মার্ট রেল চলবে ভারতে। স্মার্ট রেল শুনে সাধারণ মানুসের একটু হলেও উত্সাহিত হবে। কি কি থাকবে এই রেলে ? কেমন হবে এই গাড়ি দেখতে তাহলে আপনাকে জানিয়ে রাখি ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা তার সাথে আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা। এমনটাই জানালেন দেশের বর্তমান রেলমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই কাজ খুব তারাতারি পূর্ণ করবো আমরা। তিনি এর সাথে আরো বলেন আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা হল মোদী সরকারের ধর্ম। তিনি এর সাথে বলেন রায়বরেলির রেল কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবে আমাদের সরকার, এবং তার জন্য যথাযত ব্যবস্তা আমরা এখন থেকেই নিতে শুরু করেছি।  এর সাথে তিনি বলেন কিছু যাত্রী ভালো সুবিধা গুলিকে ঠিক করে ব্যবহার না করে তাতে ক্ষতি করার চেষ্টা করে যার ফলে যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে। এমন ক্ষতি যারা করছে ধরা পড়লে শাস্তি তাকে পেতেই হবে, কিছু মানুসের জ...

কেন্দ্র সরকার এবার রেল যাত্রীদের জন্য নিয়ে এল এক বিশেষ উপহার, যা দেশে এই প্রথম...

Image
সুপ্রভাত ডিজিটাল: ভারতীয় রেল-এর নতুন চমক। এতদিন শুধুমাত্র রেলের আধিকারিকরাই এই সুবিধা পেতেন কিন্তু এবার আর না এবার সাধারণ মানুসদের জন্যও এমন সুবিধা নিয়ে এল সরকার।রেলের বিশেষ ধরণের কামরা ব্যবহার করতে পারবেন বর্তমানে আপনিও। বিশেষ সেই কামরায় রয়েছে বিলাসবহুল হোটেলের ‌যাবতীয় সু‌যোগ সুবিধা। এবার সেই কামরাই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষও। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের অফিসে বুক করা ‌যাবে এই সেলুন কার। স্বাধীনতার আগে দেশের বিভিন্ন প্রদেশের রাজাদের ছিল এই রেল গাড়ি নিজস্ব সেলুন কার।  বাংলার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল সেলুন কার। বর্তমানে অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনিও বুক করতে পারবেন এই গাড়ি। এবার জেনে নিন কি কি সুবিধা পাবেন এই গাড়িতে, এই রেলে আপনি রাজার হালে থাকতে পারবেন পাবেন অনেক সুবিধাও কামরায় থাকবে ২টি করে শয়নকক্ষ তার সাথে থাকবে টিভি ও খানাপিনার ব্যবস্থা। একটি কামরায় ৬ জন ‌যাত্রীর শোয়ার ব্যবস্থা থাকবে। শোয়ার ঘরের সঙ্গেই থাকবে বাথরুমও।থাকবে আরামদায়ক আসবাব এবং একটি বৈঠকখানা। 24 Ghanta *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয...

সেনাবাহিনীর সুবিধার্থে এক বড় কদম মোদী সরকারের - Suprvat.in

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের সাহায্যে ভারতীয় রেল। ভারতীয় রেল এবার সাহায্য করবে ভারতীয় সেনার কিভাবে তা জেনে নিন। যে সব ট্রেনে করে সেনা ও অস্ত্রশস্ত্র যায় সেগুলির গতি আরও বাড়ানো হবে যাতে সেনাদের অস্ত্র চাহিদা মেটানো যাবে।   মোদী সরকারের রেল বিভাগ এমন সিধান্ত নিলেন। সেনার দাবি মেনে নির্দিষ্ট কিছু স্টেশনে শুধু সেনাবিভাগের জন্য বিশেষ লাইনের ব্যবস্থা করতে চলেছে রেল, যাতে অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তে দ্রুত অস্ত্রশস্ত্র পৌঁছনো যায়। ৭৩ দিন ধরে চলা ডোকলাম অচলাবস্থার জেরে শুধু সেনার জন্য ট্রেনের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।  বর্তমানে প্রতি বছর ৭৫০ টি ট্রেন কাজে লাগিয়ে ভারতীয় সেনার অস্ত্র পৌছে দেওয়া হয়। এমন সিধান্তের কারণ জানতে চাইলে জানা যায় চিন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় সে কথা মাথায় রেখেই সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সাহায্যে যাওয়া ট্রেনের গতি বাড়ানোর নির্দেশ সরকারের। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..

Image
এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে। রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

এবার রেলের চাকরি নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের..

Image
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এবার রেলের চাকরিতে আবেদনের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হল আরো ২ বছর। রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ২ বছর বাড়ানো হলো যার ফলে আরো অনেকে সুযোগ পাবে। বর্তমানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮৯,৪০৯টি পদে নিয়োগের আবেদন রেল মন্ত্রক দিয়েছিল, সেখানেই বলা হয় গ্রুপ সি পদে চাকরির আবেদনের বয়সসীমা ২৮ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর ও তার সাথে ওবিসি প্রার্থী ৩৩ বছর এবং তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৩৫ বছর প‌র্যন্ত আবেদন করতে পারবে। এবং অন্যদিকে গ্রুপ ডি পদেও বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। ও তার সাথে ওবিসি প্রার্থীদের ৩৬ ও তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ৩৮ বছর বয়স করা হয়। রেল এর তরফ থেকে জানানো হয় বাংলার সাথে সাথে মালায়লম, তামিল, কন্নড়, ওড়িয়া ও তেলেগুতেও প্রশ্নপত্র হবে।

এবার ট্রেনের গতি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার..

Image
সুপ্রভাত ডিজিটাল:   ট্রেনের গতি বাড়াতে ও খরচ বাঁচাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। জনতার চাপের জন্য এতদিন বহু স্টেশনে ট্রেন থামিয়ে আসছিল ভারতীয় রেল। এর ফলে লাভ তো হতোনা লাভের জায়গায় লোকসনই বেশি ছিল।  এবার ওইসব স্টেশন তুলে দেওয়ার সিধান্ত নিচ্ছে ভারতীয় রেল। এবং যে যে স্টেশনে ট্রেন দাড়াবে তারও সময় কম করে দেবে রেল। কেন এই কড়া কদম তার কারণ হচ্ছে রেল এর গতি,রেল এর গতি বাড়াতে গেলে এমন কিছু কড়া কদম নিতে হবে বলে জানায় রেল ও সরকার। এর ফলে ১২,৭১৬-২৪,৫০৬ টাকাবাঁচবে বলে মনে করা হচ্ছে সরকার। জনতার সুবিধার জন্য যে যে স্টেশনে ট্রেন দাড়াবে না সেখানের জন্য বিশের ট্রেন এর ব্যবস্তা নেবে রেল সুত্রের খবর।