Posts

Showing posts with the label আসাউদ্দিন ওয়াইসি

কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চিন্তায় ভারতের সেনাপ্রধান? পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: ভারতের সেনাপ্রধান তার এক বক্তবে তিনি যানান অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কাজ হলো এলাকা দখল করে ছায়াযুদ্ধ করা। তিনি বলতে চেয়েছেন যে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে। কারণ এরা ভারতীয় নয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মানুস, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশে কিছু মন্তব্য করিনা।কিন্তু এই মন্তব্য এর বিরোধিতা করেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি টুইটারে রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের ওনার নয়।

আসাউদ্দিন ওয়েসী করলেন এমন এক মন্তব্য শোনার পর প্রতিটি হিন্দু রেগে লাল..দেখুন ভিডিও ||

Image
এ আই এম আই এম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি মন্তব্য করলেন, "আর গেরুয়া নয়। এবার গোটা দেশ হবে সবুজে সবুজ। এটাকে এক ধরনের হুমকি বা উস্কানিও বলা যেতে পারে। ফের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করলেনএর আগেও একাধিক বার তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তা সত্ত্বেও এই সাংসদ সংযত হননি।আসাউদ্দিন ওয়াইসি বললেন, "আপনারা গেরুয়া পড়লে কিছুই হয় না। কিন্তু আমরা সবুজ পরে সব সবুজ করে দেব। ইনসা আল্লাহ, আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। মোদীর রংও না আর কংগ্রেসের রংও না।"এর আগেও একাধিক বার উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াইসি। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তা সত্ত্বেও সংযত হননি এই সাংসদ।    দেখুন সেই ভিডিওটি  source