নয়ডা যাচ্ছেন যোগী , তাহলে কি বাকিদের মত যোগিজির ও হবে পদত্যাগ ? পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !!




নয়ডা নিয়ে একটা কুসংস্কার প্রচলিত আছে। সেখানে গেলে নাকি আর ক্ষমতায় ফেরা যায় না। লখনৌয়ের অন্দর মহলেও এমন ধারণা প্রচলিত। তাই সেখানে পা রাখার সাহস হয়নি মায়াবতী ও অখিলেশের। কিন্তু যোগী আদিত্যনাথ এসবে বিশ্বাস করেন না। তিনি সত্যিই যোগী। তাই তাঁর কিছু হারানোরও ভয় নেই। তিনি কুসংস্কারে বা ভ্রমে বিশ্বাস করেন না। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে ২৫ ডিসেম্বর নয়ডায় মেট্রোর সূচনা নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে যোগ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরই ঘোষণা করেন, রাজ্যের ৭৫টি জেলাতেই তিনি যাবেন এবং খতিয়ে দেখবেন সেখানের আইন শৃঙ্খলা ও উন্নয়নের কাজকর্ম কেমন চলছে

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

bengali news live