চিনতে পারছেন এনাকে? ইনি হলেন বিজেপির এক বড় নেতা, কেন এমন সেজেছেন জানলে আপনিও খুসি হবেন..
সুপ্রভাত ডিজিটাল: এনাকে চিনতে পারছেন ? কে ইনি? ইনি হলেন বিজেপির বড় নেতা, ইনি এমন এক নেতা যে যখন তিনি বলা শুরু করেন তখন বিরোধীরা চুপ হয়ে যায়। কেন এমন সাজ এই নেতার তার আসল কারণটি হলো ইন্দৌরে এক হাস্যকবি সম্মেলন হয় প্রতিবছর ইন্দৌরে আয়োজিত হয় বাজার বাট্টু নামে এই হাস্যকবি সম্মেলন।
সেখানে অংশগ্রহণ করেন গোটা দেশের হিন্দি হাস্যকবিরা। এই সম্মেলনে মার্কিন রক গায়ক এলভিস প্রিসলের সাজে দেখা গেল তাঁকে। এবার এই নেতা কে সে আর কেউ না তিনি হলেন কৈলাস বিজয়বর্গীয় বিজেপির সাধারণ সম্পাদক।
এই সম্মেলনে তিনি প্রতি বছর যোগ দেন গত বছর তিনি সচিন সেজেছিলেন, আর এই বছর গায়ক এলভিস প্রিসল। রাজনীতির সাথে সাথে রসিকতার হাসিয়ে সাধারণ মানুসের মন জয় করে নিলেন তিনি। গিটার হাতে শুধু পোজ দিয়ে তিনি এক গান ও করলেন।
Comments
Post a Comment