এই দুঃসাহসের দাম দিতে হবে পাকিস্তানকে,সার্জিকাল স্টাইকের থেকেও বড় হামলা এবার।পড়ুন চাঞ্চলকর তথ্যটি..


সুঞ্জওয়ান ঘাঁটিতে জঙ্গি হামলার যুক্ত পাকিস্তান, এবার এই দুঃসাহসের দাম দিতে হবে পাকিস্তানকে
স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন।


জম্মুর সুঞ্জান সেনা ছাউনিতে হামলার পুরোটাই নিয়ন্ত্রণ করা হয় সীমান্তের ওপার থেকে অর্থাত পাকিস্তান থেকে,এবার পাকিস্তানকে ফের পাকিস্তানের ভাসায় জবাব দিতে তৈরী ভারতীয় সেনা। খুব তারাতারি ফের দেখা যেতে পারে সার্জিকাল স্টাইক এর মতো কিছু বড় ঘটনা,এর ইঙ্গিত পাওয়া গেল গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এর এক সাংবাদিক বৈঠকে।তিনি বলেন সেনাবাহিনীর উপরে পরপর দু'টি হামলার জন্য বড় ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তানকে।

Anandabazar Patrika

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

bengali news live