ত্রিপুরায় এবার বিজেপি ঝড় বলছেন ইনি, জানুন এই চাঞ্চলকর তথ্যটি..
ত্রিপুরায় এবার বিজেপি ঝড় উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সামগ্রিক বোঝাপড়া ও কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগের লক্ষ্যে বিজেপি তৈরি করেছে নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনইডিএ)। বিজেপি-র বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে যা বোঝা যাচ্ছে তাতে পরিকল্পনাটা অনেকটা এই রকম: বিজেপি প্রথমেই প্রতিটি ক্ষেত্রে প্রথমে মোর্চা তৈরি করেছে। যেমন, মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), সংখ্যালঘু প্রতিটি ক্ষেত্রের জন্যই তৈরি হয়েছে মোর্চা।সিপিএম নেতৃত্বের কপালের ভাঁজ বাড়ছে এই নানা কারণেই। ক্যাডার-ভিত্তিক দলের সঙ্গে টক্কর দিচ্ছে আর এক ক্যাডার-ভিত্তিক দল।
Comments
Post a Comment