কংগ্রেসকে খোঁচা দিয়ে কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..
কংগ্রেসকে ফের করা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি বলেন ৭০ বছরের অরাজকার এত তারাতারি শেষ হবে কি করে,তিনি তুলনা করেন পূর্ব সরকার এর সাথে বর্তমান সরকারের, তিনি বলেন আমার সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন না,যা আগের রাজনৈতিক দলের সবসময় সোনা যেত।
এর পর কংগ্রেস পার্টি বলে মোদী জানেনই না, বিদেশে গিয়ে কী বলতে হয় আর বিজেপি বলছে প্রধানমন্ত্রী ভুল কিছু বলেননি, যে ভারতীয়রা বিদেশে থাকেন, তাঁরাও জানেন, কংগ্রেস জমানা কেমন ছিল।এরপর পাল্টা জবাব আসে আগের সরকারের আমলে রাজকোষে কতটা অর্থ জমা পড়তো আর এখন কেমন জমা পরে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর।
Comments
Post a Comment