সরকারের সাহায্যে ভারতের প্রথম বিমান কারখানা তৈরী হতে চলেছে এই বিজেপি শাষিত রাজ্যে..
সুপ্রভাত ডিজিটাল: দেশে এই প্রথম তৈরী হতে চলেছে বিমান কারখানা। মহারাষ্ট্রে দেশের প্রথম অসামরিক বিমান তৈরির কারখানায় তৈরী হতে চলেছে। এই স্বপ্নকে বাস্তব করতে মাঠে নামেন পাইলট অমল, এতদিন তিনি শুধু বিমান উড়িয়েছেন এবার তিনি সরকারের সাহায্যে বিমান তৈরী করবেন।
এটি হবে ভারতের প্রথম বিমান কারখানা। এই স্বপ্নকে বাস্তবে পরিনত করতে মহারাষ্ট্রের বিজেপি সরকার সঙ্গে ৩৫ হাজার কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়। সোমবার মুম্বইয়ে আয়োজিত ম্যাগনেটিক মহারাষ্ট্র সামিটে অমলের সঙ্গে রাজ্য সরকারের এই চুক্তি সই করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।
অমল জানায় পালঘর জেলায় ১৫৭ একর জায়গা নিয়ে তৈরী হবে এই বিমান কারখানা। সেখানে ৬ এবং ১৯ আসনের বিমান তৈরি করবে তাঁর সংস্থা থার্স্ট এয়ারক্রাফ্ট প্রাইভেট লিমিটেড। তিনি বলেন ধীরে ধীরে ১ হাজার ৩০০টি বিমান তৈরি টার্গেট রয়েছে। এবং এই কারখানা তৈরী হবার পর কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার মানুষের।
Comments
Post a Comment