ভারতীয় সেনা এবং সেনাপ্রধানের উপর কংগ্রেস এমন প্ৰশ্ন উঠিয়েছে যা জানলে আপনিও রেগে লাল..

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত পরশুদিন এক বৈঠকে বলেছিলেন, "চিন একটি শক্তিশালী দেশ কিন্তু ভারতও কোনো দুর্বল দেশ নয় আর আমরা চিন পাকিস্তান উভয় দেশের সাথে যুদ্ধ করতে সক্ষম।দেশের চিন্তার কোনো কারণ নেই ভারতীয় সেনা চিনকে সামলে নেবে।" এই বক্তব্যের পর কংগ্রেস সাংবাদিক বৈঠক করে এবং সেনার কার্যদক্ষতা নিয়ে এমন কিছু কথা বলে যা শুনলে আপনারাও রেগে যাবেন।আসলে কংগ্রেস পার্টির একজন মুখ্য প্রবক্তা রণবীর সুরাজবেল যিনি প্রায় রাহুল গান্ধীর কথা প্রেসএর কাছে তুলে ধরেন উনি বলেন, কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী ভারতীয় সেনা ও জেনারেল বিপিন রাওয়াত এর উপর কোনো রকম বিশ্বাস রাখেন না।আপনাদের আরোও জানিয়ে রাখি ভারতীয় সেনা জানিয়েছে ভারতীয় সেনা ডোকালামে চীনের থেকে অনেক বেশি শক্তিশালী কারণ ভারতীয় সেনা চীনের থেকে বেশি উচ্চতায় আছে।যদিও সেনাদের বক্তব্য মানতে নারাজ কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Big Breaking আজ রাহুল গান্ধী নিজেই প্রমান করে দিলেন তিনি হিন্দু নয়, সত্য তথ্যটি জানলে চমকে যাবেন..