সিনেমা হলে জাতীয় সংগীতে চলাকালীন কি করবেন? নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের।

কিছুমাস আগে প্রতিটি প্রেক্ষাগৃহে সিনেমার আরম্ভ হওয়ার পূর্বে জাতীয় সংগীত বাজানো এবং জাতীয় সংগীতকে সন্মান জানানোর জন্য উঠে দাঁড়ানো বাধিতামূলক বলে নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট।৩০ সে নভেম্বর মূখ্য বিচারপতি দীপক মিশ্র এর নেতৃত্বে জাতীয় সংগীত বাজানো এবং উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন রায় দিলো সুপ্রিম কোর্ট।কোর্ট জানিয়েছে  সিনেমা হলে জাতীয় সংগীত চলার সময় দর্শক উঠে দাঁড়াবে কিনা সেটা সম্পূর্ণভাবে  দর্শকের উপর ছেড়ে দেওয়া হলো।তবে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছেন যে জাতীয় সংগীত চলাকালীন উঠে দাঁড়ালে তবেই সেটা মাতৃভূমির প্রতি সঠিক শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তবে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সংগীত বাজানো হবে কিনা সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত শোনানো হয়নি।এই ব্যাপারে সমস্ত দিকগুলি খতিয়ে তারপর নির্দেশিকা জারি করা হবে জানিয়েছে  আদালত।

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

Big Breaking আজ রাহুল গান্ধী নিজেই প্রমান করে দিলেন তিনি হিন্দু নয়, সত্য তথ্যটি জানলে চমকে যাবেন..

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী