বেঞ্জামিন নেতানইয়াহু একের পর এক যা বললেন শুনলে গর্বিত বোধ করবেন !

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইয়াহু ৬ দিনের ভারত সফরে এসে আজ স্ত্রীকে সাথে নিয়ে গুজরাট পরিদর্শনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বেঞ্জামিন নেতানিয়াহু এবং উনার স্ত্রী আমেদাবাদ থেকে গাড়ি করে ৮ কিলোমিটার শোভাযাত্রা করেন।যেখানে রাস্তার দুপাশে প্রায় ৫০,০০০ মানুষ দাঁড়িয়ে উনাদের স্বাগত জানান।দুই দেশের প্রধানমন্ত্রী রোড শো করার সময় ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তা। কম্যান্ড থেকে বোম্বডিসপোজাল স্কোয়াড,কুইকরেসপন্স টীম সবই  মোতায়েন করা হয়েছিল সেখানে।গুজরাটের এক আশ্রমে দেখানো হয় চরকা এমনকি ঘুড়িও উড়ান উনারা। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন আমেদাবাদের দিও ধলেরা গ্রামে এক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন এবং সেখানে ভারতীয়দের ধন্যবাদ জানান তিনি। হাফিয়ার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন ভারতের অনেক সৈনিক।তাদের স্মরণ করে বেঞ্জামিন বলেন, "জয় হিন্দ জয় ভারত জয় ইজরায়েল ধন্যবাদ গুজরাট আমি এখানে আসতে পেরে আনন্দিত।"

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Big Breaking আজ রাহুল গান্ধী নিজেই প্রমান করে দিলেন তিনি হিন্দু নয়, সত্য তথ্যটি জানলে চমকে যাবেন..