ক্ষমা চেয়ে নিন মোদী, কিন্তু ক্ষমা কার চাওয়া উচিত ?? বিস্তারিত জানুন..


মোদীর উপর ক্ষীপ্ত হচ্ছেন সকলেই। রাহুল গান্ধী তো বটেই, পাশাপাশি মনমোহন সিংহ ও। মোদী এখন ঘরে-বাইরে আক্রমণের মুখে। মোদী কি সত্যিই তাদেঁর ক্ষীপ্ত করার মতো কোনো কাজ করেছেন? নাকি সত্যি কথা বলার জন্য তাঁরা ক্ষীপ্ত হচ্ছেন ?


যার এতদিন মুখ্ বন্ধ ছিল সেও আজ কথা বলছে, কংগ্রেসের এমন জায়গায় মোদী আঘাত করেছেন যার ফলে কংগ্রেস এখুন পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আগে করেছে, মোদীকে আক্রমণ করার কোনো সুযোগই বাদ দেননি পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন মোদীকে অপমান করার জন্য বলেছেন, "প্রধানমন্ত্রী গুজরাটে হারের ভয়ে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন।" মনমোহন আরও বললেন, "আশা করি, প্রধানমন্ত্রী তাঁর পদের মর্যাদা রক্ষা করবেন এবং তাঁর পদের যোগ্য পরিনতিবোধ ও গরিমা রাখবেন।" এর উত্তরে মোদী বলেছেন,


নিজের পদের মর্যাদা রক্ষা করতে আমি জানি।" রবিবার গুজরাটের প্রচারে মোদী অভিযোগ করেন, গুজরাটের ভোটে পাক সেনার প্রাক্তন ডিজি নাক গলাচ্ছেন। পাকিস্তানের লোকেরা বৈঠক করছেন মনিশঙ্কর আইয়ারের বাড়িতে।" আর তার পরই মোদীকে নীচ বলেন মনিশঙ্কর। এটা একটু সন্দেহ জনক ব্যাপার। মোদীর এই বক্তব্যে রাহুল গান্ধী ক্ষীপ্ত হয়ে বলেন, "গুজরাটের ভোটে গুজরাটকে নিয়ে কিছু বলুন। পাকিস্তান বা চীন বা জাপানকে টেনে আনছেন কেন?"মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল বললেন, "চক্রান্তের বানানো অভিযোগও বন্ধ হোক। পাকিস্তানকে ভোটের তর্কে টানা বন্ধ করুক ভারত।" এর জবাবে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বললেন, "পাকিস্তান কিভাবে সন্ত্রাস ছড়ায় তা গোটা বিশ্ব জানে।"

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

bengali news live