যোগীজি হিন্দুদের জন্য নিলেন এক বড় সিদ্ধান্ত, গড়লেন এক দারুন ইতিহাস | কিভাবে জানলে গর্বিত হবেন ..


ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যে এমন এমন কাজ করেছেন যা আখিলেশের আমলে কল্পনা পর্যন্ত করা যেত না।যেখানে আখিলেশের আমলে পুলিশরা আতংকবাদের ধারেকাছে যেত না সেখানে যোগী আমলে আতঙ্কবাদদের এনকাউন্টার করা হচ্ছে।অন্যদের আমলে যেখানে খোলাখুলি অযোধ্যায় হিন্দুভক্তদের উপর গুলি চালানো হতো সেখানে যোগী যুগে মুথুরার,বৃন্দাবনের সাথে সাথে রাধার জন্মস্থানকে তীর্থস্থান বলে ঘোষণা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।আপনাদের জানিয়ে রাখি এই প্রথমবার উত্তরপ্রদেশে কোনো ধার্মিকস্থলকে তীর্থস্থান এর মর্যাদা দিয়েছে।সব চেয়ে বেশি আনন্দের বিষয় হলো দুই জায়গাতেই মাংস,মাছ,ডিম,মদ নিষিদ্ধ করা হয়েছে।
আপনাদের আরও জানিয়ে রাখি বৃন্দাবন ক্ষেত্র ভগবান শ্রী কৃষ্ণ এর
জন্মস্থান এবং উনার বড় দাদা বলরামের খেলার জায়গা হিসেবে খ্যাত।হিন্দুদের জন্য এই দুটি স্থানই খুবই গুরুত্বপূর্ণ।প্রতি বছর বৃন্দাবনে প্রায় ১.৫ কোটি এবং বার্সানতে প্রায় ৬০ লক্ষ মানুষ আসেন।রাজ্যের ভ্ৰমণমন্ত্রক বিষয়ক আধিকারিকরা জানান যে এখানে ঢেলে সাজানো হবে তবে এখন বিষয়টি মন্ত্রীসভা ক্যাবিনেটে সংশোধনের জন্য পাঠানো হয়েছে।

Comments

Popular posts from this blog

কিনুন মাত্র 5999 টাকায় আইফোন , কিন্তু কিভাবে জানতে ক্লিক করুন।

ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে কৃষকদের ক্ষমতাবান করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

bengali news live